North 24 Parganas News: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের এসিপি গ্রেফতার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
২০১৯ সালে হুগলির এক বাসিন্দা বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এসিপি সোমনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ
উত্তর ২৪ পরগনা: বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের আমর্ড ব্যাটেলিয়নের এসিপি সোমনাথ ভট্টাচার্য। শুক্রবার রাতে তাঁকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। সূত্রের খবর, কলকাতা পুলিশের ওই কর্তার বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপরই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাঁকে গ্রেফতার করে।
২০১৯ সালে হুগলির এক বাসিন্দা বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এসিপি সোমনাথ ভট্টাচার্যের বরাহনগরের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে ব্যারাকপুর গোয়েন্দা শাখার পুলিশ। পরদিন নির্ধারিত সময় অনুযায়ী তিনি হাজির হন ব্যারাকপুর গোয়েন্দা দফতরে। প্রায় দীর্ঘ সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
সোমবার কলকাতা পুলিশের এই আধিকারিককে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই পুলিশকর্তার বিরুদ্ধে সিআইডিতেও অভিযোগ দায়ের হয়েছিল। এছাড়া তাঁর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ আছে বলে জানা গিয়েছে। এই প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড ওই পুলিশকর্তা নাকি এর পেছনে আরও কেউ আছে তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
advertisement
অনুপ চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 10:41 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের এসিপি গ্রেফতার