আরও পড়ুন: সাগরের কমলপুরে তীব্র জলকষ্টে সমস্যায় স্থানীয়রা! কল থেকেও নেই জল
সম্প্রতি, বেশ কয়েকবার নদিয়ার ভাগীরথী নদীতে একইভাবে কুমির দেখা দেওয়ায় ছড়িয়েছিল আতঙ্ক। বেশ কয়েক মাস নদীতে স্নান করতে যাচ্ছিলেন না সাধারণ মানুষ থেকে শুরু করে ; পুণ্যার্থীরা। আবারও কয়েক মাস বাদে সেই ছড়িয়ে পড়ল কুমির আতঙ্ক। নদী তীরবর্তী এলাকার মানুষের দাবি, বুধবার সকাল দশটা নাগাদ বেশ কিছু পুণ্যার্থী স্নান করতে নামেন নদীতে, এরপর চোখের সামনে বিশাল আকৃতির কুমিরটিকে দেখতে পান তারা। প্রাণের ভয়ে নদী থেকে ডাঙ্গায় উঠে আসে পুন্যার্থীরা, সেই খবর ছড়িয়ে পড়ে নদী তীরবর্তী এলাকায়।
advertisement
আরও পড়ুন: চার কেজি আমের চর্চা তুঙ্গে! নার্সারিতে ভিড় করেছেন অনেকেই
খবর পেয়ে নদীর ঘাটে যায় নবদ্বীপ থানার পুলিশ, এরপর কুমিরের বাস্তবিক ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মানুষকে। এখন দেখার বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে আদৌ কীকুমিরের দেখা মিলেছে নাকি ছিল অন্য কোনও জলজপ্রাণী সবটাই উঠে আসবে তদন্তের মধ্যে দিয়ে।