South 24 Parganas News: কল থেকেও জল নেই! সাগরের কমলপুরে তীব্র জলকষ্টের সমস্যায় স্থানীয়রা!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
প্রচন্ড গরমে কাহিল সাধারণ মানুষজন। তার উপর রয়েছে জলের সমস্যা। এই দুইয়ের প্রভাবে সাগরের কমলপুরে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: প্রচন্ড গরমে কাহিল সাধারণ মানুষজন। তার উপর রয়েছে জলের সমস্যা। এই দুইয়ের প্রভাবে সাগরের কমলপুরে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সেখানে তীব্র জলকষ্টে ভুগছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি একাধিকবার এই কথা প্রশাসনকেও জানিয়ে কোনোও কাজ হয়নি।
বছর দু’য়েক আগে এই এলাকায় বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বসানো হয়েছিল ট্যাপকল। কিন্তু সেই ট্যাপকল থেকেও পড়ছে না এক ফোঁটাও জল। অন্যদিকে বৈশাখের প্রখর রোদে এলাকার পুকুর ও খাল বিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জলের আকাল দেখা দিয়েছে এলাকায়।
advertisement
advertisement
পানীয় জল আনতে এখন যেতে হচ্ছে প্রায় তিন কিলোমিটার দূরে। নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত পড়তে হয় বাধার মুখে পড়তে হয় তাদের।
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন এলাকায় বেশ কিছু অসাধু ব্যক্তি নলবাহিত পানীয় জলের পাইপলাইন থেকে মোটর বসিয়ে বাড়ির ছাদে জল তুলছে। যার কারণে ওই এলাকায় বাড়ি বাড়ি বসানো ট্যাপকল থেকে জল পড়ছে না। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সমাধান করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কল থেকেও জল নেই! সাগরের কমলপুরে তীব্র জলকষ্টের সমস্যায় স্থানীয়রা!