বারাসত জেলা সিপিআইএমের কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা হতেই নিজের নিজের এলাকায় জনসংযোগে নেমেছেন সকলে। দ্রুত জোট জট কাটিয়ে বাকি আসনেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে বাম শিবির সূত্রে খবর। সিপিআইএমের উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জানান, ১১৯ পঞ্চায়েত এবং ২২ পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে ব্লক স্তরের নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জোটের সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে দলের তরফে বলেও জানান।
advertisement
আরও পড়ুনঃ অনুব্রত জেলে তাতে কী! মনোনয়ন পেশে বীরভূম তৃণমূলের অদ্ভূত কর্মকাণ্ড, জানলে চমকে উঠবেন
আরও পড়ুনঃ ‘সবচেয়ে রক্তাক্ত পঞ্চায়েত ভোট দেখবে বাংলা’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, তোলপাড় রাজ্য
বিষয়টি নিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফে সুজন চক্রবর্তী অবশ্য জানান, তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে চাই। তাই উত্তর ২৪ পরগণা জেলার প্রথম দফার প্রার্থী তালিকা আমরা ঘোষণা করে দিয়েছি। প্রথম দফার জন্যই বললাম, বাকিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ফলে বোঝাই যাচ্ছে জোটের বার্তা তুলে ধরা হয়েছে।
কংগ্রেস ও আইএসএফের তরফ থেকেও প্রাথমিকভাবে প্রার্থী তালিকা তৈরি করার কাজ চলছে বলেও জানা গিয়েছে। তবে জোটের জট যদি না কাটে সে ক্ষেত্রে নিজেরা লড়াইয়ের ও পথ খোলা রাখছে জোট সঙ্গীরা বলেই সূত্রের খবর। তবে সময় অপচয় না করে প্রচারে গতি আনতেই তড়িঘড়ি বামেদের প্রার্থী তালিকা প্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Rudra Narayan Roy