আরও পড়ুনঃ ছিঁড়েছে সুতো, পরিবার বলতে আর নেই কেউ! সর্বহারা শিশুদের ‘মাথার ছাদ’ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন
কোলাঘাটের নামালবাড় গ্রামের সেক জহুর আলি, মুসিবুল পাখিরা এবং জয়নাল পাখিরা নামে তিন পরিযায়ী শ্রমিক মার্বেল টাইলসের কাজের জন্য শুক্রবার ভুবনেশ্বরের উদ্দেশ্যে করমন্ডল এক্সপ্রেস এ করেই যাচ্ছিল। কিন্তু করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনার পর তাঁদের আর খোঁজ মেলেনি। জীবিত কিংবা মৃত তাও জানে না এই তিন শ্রমিকদের পরিবাররের লোকজন। যার ফলে এই তিন পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন, আদৌ তাঁদের বাড়ির মানুষ সুস্থভাবে বাড়ি ফিরবে তো তা নিয়েই সংশয়ে রয়েছে তিন পরিবার!
advertisement
করমন্ডল এক্সপ্রেসে থাকা পরিযায়ী শ্রমিক তিনজনই বিবাহিত। প্রত্যেকেরই ছোট ছোট সন্তান রয়েছে। তাঁদের পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়ে, দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন তাঁরা। পাড়া-প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করে তাঁদের বাড়ির সামনে। তাঁরাও সকলে চাইছেন তাঁদের প্রতিবেশী তিন যুবক জীবিত অবস্থায় যেন বাড়ি ফিরে আসে।
Saikat Shee





