Weather Update: সরস্বতী পুজোর আগে দিঘা-সহ জেলায় বাড়ছে তাপমাত্রা, আবহাওয়ার লেটেস্ট আপডেট এক ক্লিকে
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weather Update: সরস্বতী পুজোর পর আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। রাতে ও ভোরে ঠান্ডার থাকলেও দিনের বেলায় উষ্ণ আবহাওয়া থাকবে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/5

*আজ রবিবার ও কাল সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। তার মধ্যে রবিবার ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে শনিবার ও সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*রবিবার এই কুয়াশার পরিমাণ বেড়ে যাবে আরো কিছু জেলাতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা সকালের দিকে।উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দফতরের। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*আজ রবিবার স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। আগামিকাল সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে ৭-১১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা ৮-১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এই তাপমাত্রাও সোমবারের পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট কমছে। আজ ১৩ ডিগ্রির ঘরে পারদ। এবার হাওয়া বদল! কাল সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সকালের দিকে আজ রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: সরস্বতী পুজোর আগে দিঘা-সহ জেলায় বাড়ছে তাপমাত্রা, আবহাওয়ার লেটেস্ট আপডেট এক ক্লিকে