TRENDING:

বেলা বাড়তেই পাল্টাচ্ছে রঙ! গাছ না অন্য কিছু...! দেখেই ভয়ে পালাচ্ছেন সবাই

Last Updated:

Color Changing Strange Plant: সময়ের সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় হচ্ছে আবার সময়ের সাথে রং পরিবর্তন হচ্ছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: গ্রামে অদ্ভুত ধরনের উদ্ভিদ দেখে আতঙ্কিত এলাকার মানুষ। সকাল হতে দেখা মিলল এক ধরনের ফুল। যা সময়ের সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় হচ্ছে আবার সময়ের সাথে রং পরিবর্তন হচ্ছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ। ঘুম থেকে উঠে সাতসকালে এমন দৃশ্য দেখে হঠাৎ অবাক হয়ে যান এলাকার মানুষ। এ যেন এক ধরনের অদ্ভুত ফুল!
advertisement

গরমে দই খাচ্ছেন? যে ভুলটা করছেন…না জানলেই ডেকে আনবেন বিপদ! দই খাওয়ার সঠিক উপায় জানুন

‘থ্রি ইডিয়টস’-এর ‘চতুর রামলিঙ্গম’কে মনে আছে? ১৬ বছর পর এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে, কী করছেন তিনি?

ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে এ পাড়া থেকে ওপাড়া তারপর এ গ্রাম থেক খবর মুহুর্তে ছড়িয়ে পড়ে আর এক গ্রামেও। শুরু হয় দূর-দূরান্ত থেকে আনাগোনা। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু হয় মানুষেরও। সবাই একদৃষ্টিতে দেখেন এবং ভাবেন এটা কি কি ধরনের উদ্ভিদ! এমন ধরনের উদ্ভিদ দেখিয়ে কেউ কেউ ভাবেন এটি হয়তো বা কোন অলৌকিক ঘটনা। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় যেমন উপচে পড়ে ঠিক তেমনি এলাকায় এমন ধরনের নতুন এক দেখা মেলায় কৌতূহল এর পাশাপাশি চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে।

advertisement

পেটে গেলেই বিষক্রিয়া! যতই মাছ ভালবাসুন…এড়িয়ে চলবেন কোন ৬ ‘মাছ’? খাওয়া বন্ধ করুন এখনই

তবে এই ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী। তিনি ঘটনার তারপরে দর্শন করে জানান, আসলে এটি একটি ফার্ন বা ছত্রাক জাতীয় উদ্ভিদ। এটি দেখে আতঙ্কিত বা ভয়ের কোন কারণ নেই। একইভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর ২৪ পরগনা জেলার সহ সম্পাদক প্রদীপ্ত সরকার জানান, অনেক সময়ের সাথে কিংবা দীর্ঘ সময় যাতায়াত করা হয় না এমন জায়গায় মস বা ফার্ন জাতীয় উদ্ভিদ কিংবা ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায়। এটি তারই একটি প্রজাতি বিশেষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেলা বাড়তেই পাল্টাচ্ছে রঙ! গাছ না অন্য কিছু...! দেখেই ভয়ে পালাচ্ছেন সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল