TRENDING:

Cactus Farming: সহজ উপায়ে শখের ক্যাকটাস দীর্ঘদিন বাড়িতেই বাঁচিয়ে রাখা সম্ভব, জানুন

Last Updated:

Cactus Farming: ক্যাকটাসের আকার আকৃতি এবং রং দেখলে যেকোন মানুষের পছন্দ হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ক্যাকটাসের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। তবে ক্যাকটাস বছরের পর বছর বাঁচিয়ে রাখা এক প্রকার চ্যালেঞ্জ! বর্তমান সময়ে বিভিন্ন ফল, ফুল ও বাহারি গাছের সঙ্গে দারুণ চাহিদা বাড়ছে বাহারি ক্যাকটাস ও সেকুল্যান্ট। শখের বসে ক্যাকটাস কিনে বাড়িতে আনা খুবই সহজ। দু এক মাস কাটতে না কাটতেই সমস্যার সম্মুখীন হতে হয়।
advertisement

ক্যাকটাসের আকার আকৃতি এবং রং দেখলে যেকোন মানুষের পছন্দ হবে। আর গাছ প্রিয় মানুষের ক্ষেত্রে তো কথা নেই। তবে এই রঙ বেরঙের আকর্ষণীয় ক্যাকটাস হঠাৎই কিছু দিন পর হলুদ হতে দেখা যায়। ব্যাস তারপর আর রক্ষে নেই। শখের ক্যাকটাস পচে নষ্ট হয়ে যায় এভাবেই। বাড়িতে ক্যাকটাস বছরের পরে বছর সহজেই রাখা সম্ভব।

advertisement

আরও পড়ুন: পুজোর ছুটিতে অফবিট দার্জিলিং, ডেস্টিনেশন হোক পাহাড়ি নির্জন গ্রাম শ্রীখোলা

এ বিষয়ে বিস্তারিত জানালেন, ক্যাকটাস পালনকারী সোমনাথ বসু। ক্যাকটাস নষ্ট হওয়ার মূল কারণ, সম্পূর্ণ ভুল ট্রিটমেন্ট। আসলে আর পাঁচটা গাছের থেকে অনেকটাই আলাদা এই ক্যাকটাস। কম বৃষ্টিপাত যুক্ত আবহাওয়ার ক্যাকটাস। তাই বিশেষ সর্তকতা জল দেওয়ার ক্ষেত্রে। নির্দিষ্ট দিন অন্তর এবং আবহাওয়া অনুযায়ী জল দেওয়া প্রয়োজন। পাশাপাশি ক্যাকটাসে মাটি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: শুধু অমিতাভ নয়, স্মিতার মৃত্যুর পরই রাজ বব্বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রেখা!

সাধারণত এক সপ্তাহ বা দশ দিন অন্তর পরিমাণ মতো জল। ঠান্ডা গরম এবং বাতাসে আদ্রতা বুঝে জল দেয়া প্রয়োজন। কোনও ভাবেই একবারে অনেক বেশি জল দেওয়া যাবে না। সেই সঙ্গে মাসে অন্ততপক্ষে তিনবার সার ব্যবহার করতে হবে। একটানা এক রকম ব্যবহার করা যাবে না। আলাদা আলাদা সার ( ফাঙ্গাসাইট) ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে।কমপক্ষে একমাস আগে মাটি তৈরি করে রাখার পর ক্যাকটাস পটিং করা ভাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cactus Farming: সহজ উপায়ে শখের ক্যাকটাস দীর্ঘদিন বাড়িতেই বাঁচিয়ে রাখা সম্ভব, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল