Rekha Raj Babbar Love Story: শুধু অমিতাভ নয়, স্মিতার মৃত্যুর পরই রাজ বব্বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রেখা!

Last Updated:
Rekha Raj Babbar Love Story: স্মিতাকে হারানোর পরই রেখার সঙ্গে সম্পর্ক হয়েছিল রাজ বব্বরের।
1/10
শুধু অমিতাভ রেখার প্রেমের গুঞ্জনই নয়, বলিউডের ইতিহাসে রাজ বব্বর ও রেখার প্রেম নিয়েও কম কথা হয়নি। বিবাহিত রাজ বব্বর রেখার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন একটা সময়। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
শুধু অমিতাভ রেখার প্রেমের গুঞ্জনই নয়, বলিউডের ইতিহাসে রাজ বব্বর ও রেখার প্রেম নিয়েও কম কথা হয়নি। বিবাহিত রাজ বব্বর রেখার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন একটা সময়। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
2/10
রেখার স্বামী মুকেশ আগরওয়াল সেই সময় আত্মঘাতী হয়েছিলেন বলে শোনা যায়। আর তার পরপরই রাজের সঙ্গে প্রেম হয়েছিল রেখার। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
রেখার স্বামী মুকেশ আগরওয়াল সেই সময় আত্মঘাতী হয়েছিলেন বলে শোনা যায়। আর তার পরপরই রাজের সঙ্গে প্রেম হয়েছিল রেখার। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
3/10
রাজ বব্বরও তখন সদ্য দ্বিতীয় স্ত্রী স্মিতা পাতিলকে হারিয়েছিলেন। ১৯৮৩ সালে রাজ বব্বর ও রেখার ছবি আগর তুম না হোতে থেকেই দুজনের প্রেম গভীর হয়েছিল। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
রাজ বব্বরও তখন সদ্য দ্বিতীয় স্ত্রী স্মিতা পাতিলকে হারিয়েছিলেন। ১৯৮৩ সালে রাজ বব্বর ও রেখার ছবি আগর তুম না হোতে থেকেই দুজনের প্রেম গভীর হয়েছিল। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
4/10
শোনা যায়, পরিস্থিতি এমন হয় যে ছোট্ট সন্তান প্রতীক বব্বরকে ছেড়ে রেখার সঙ্গে লিভ ইন করতে বাধ্য হয়েছিলেন রাজ বব্বর। প্রথম স্ত্রী নাদিরার পর স্মিতা পাতিলের প্রেমে পড়েছিলেন রাজ। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
শোনা যায়, পরিস্থিতি এমন হয় যে ছোট্ট সন্তান প্রতীক বব্বরকে ছেড়ে রেখার সঙ্গে লিভ ইন করতে বাধ্য হয়েছিলেন রাজ বব্বর। প্রথম স্ত্রী নাদিরার পর স্মিতা পাতিলের প্রেমে পড়েছিলেন রাজ। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
5/10
স্মিতার অকালমৃত্যুর পর রেখার সঙ্গে ঘনিষ্ঠতা হেড়েছিল রাজ বব্বরের। স্মিতা সেই সময় ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
স্মিতার অকালমৃত্যুর পর রেখার সঙ্গে ঘনিষ্ঠতা হেড়েছিল রাজ বব্বরের। স্মিতা সেই সময় ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
6/10
নাদিরা বব্বরের সঙ্গে বিয়ে হওয়ার পর ফের স্মিতার প্রেমে পড়েছিলের রাজ। ছেলে প্রতীকের জন্ম দেওয়ার পরই মাত্র ৩১ বছর বয়সে মারা যান স্মিতা। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
নাদিরা বব্বরের সঙ্গে বিয়ে হওয়ার পর ফের স্মিতার প্রেমে পড়েছিলের রাজ। ছেলে প্রতীকের জন্ম দেওয়ার পরই মাত্র ৩১ বছর বয়সে মারা যান স্মিতা। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
7/10
রাজ বব্বর একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্মিতা পাতিলের সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে যথেষ্ট পরিণত মানুষের মতো আচরণ করেছিলেন। এমনকী নাদিরা ও রাজের মেয়ে জুহিও স্মিতাকে ভালবাসতেন। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
রাজ বব্বর একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্মিতা পাতিলের সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে যথেষ্ট পরিণত মানুষের মতো আচরণ করেছিলেন। এমনকী নাদিরা ও রাজের মেয়ে জুহিও স্মিতাকে ভালবাসতেন। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
8/10
তবে স্মিতাকে হারানোর পরই রেখার সঙ্গে সম্পর্ক হয়েছিল রাজ বব্বরের। তবে কিছুদিন পর থেকেই নাকি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল রেখা ও রাজের। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
তবে স্মিতাকে হারানোর পরই রেখার সঙ্গে সম্পর্ক হয়েছিল রাজ বব্বরের। তবে কিছুদিন পর থেকেই নাকি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল রেখা ও রাজের। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
9/10
প্রবল ঝগড়া হয় রেখা ও রাজের মধ্যে। রেখার সঙ্গে ব্রেক আপের সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাজ। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
প্রবল ঝগড়া হয় রেখা ও রাজের মধ্যে। রেখার সঙ্গে ব্রেক আপের সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাজ। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
10/10
রেখা ব্রেক আপের কথা শুনে কেঁদে ভাসিয়েছিলেন। মুম্বইয়ের রাস্তা দিয়ে খালি পায়ে দৌড়ে দৌড়ে গিয়ে শেষ বার রাজ বব্বরের সঙ্গে দেখা করেছিলেন রেখা। গোটা রাস্তার লোক হতবাক হয়ে দেখেছিলেন সেই নাটুকে দৃশ্য। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
রেখা ব্রেক আপের কথা শুনে কেঁদে ভাসিয়েছিলেন। মুম্বইয়ের রাস্তা দিয়ে খালি পায়ে দৌড়ে দৌড়ে গিয়ে শেষ বার রাজ বব্বরের সঙ্গে দেখা করেছিলেন রেখা। গোটা রাস্তার লোক হতবাক হয়ে দেখেছিলেন সেই নাটুকে দৃশ্য। (ছবি-- সোশ্যাল মিডিয়া)
advertisement
advertisement
advertisement