Offbeat Darjeeling Travel: পুজোর ছুটিতে অফবিট দার্জিলিং, ডেস্টিনেশন হোক পাহাড়ি নির্জন গ্রাম শ্রীখোলা

Last Updated:
Offbeat Darjeeling Travel: ছবির মতো সুন্দর পাহাড়ি নির্জন গ্রাম। ঘুম থেকেই উঠেই দেখবেন দুপাশে পাহাড়ি ফুলের সারি।
1/6
পুজোর ছুটিতে একেবারে পাহাড়ে ঘেরা নির্জন গ্রামে দিন তিনেক কাটাতে চান? ঘুরে আসতে পারেন শ্রীখোলা। দার্জিলিং শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ি গ্রাম শ্রীখোলা। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
পুজোর ছুটিতে একেবারে পাহাড়ে ঘেরা নির্জন গ্রামে দিন তিনেক কাটাতে চান? ঘুরে আসতে পারেন শ্রীখোলা। দার্জিলিং শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ি গ্রাম শ্রীখোলা। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
advertisement
2/6
কাছেই রয়েছে রিম্বিক। মানে রিম্বিক হয়েই যেতে হয় শ্রীখোলা। ছবির মত সুন্দর গ্রাম শ্রীখোলা। এনজিপি থেকে গাড়ি নিয়ে ঘুম রিম্বিক হয়ে সরাসরি চলে আসা যায় শ্রীখোলা।
কাছেই রয়েছে রিম্বিক। মানে রিম্বিক হয়েই যেতে হয় শ্রীখোলা। ছবির মত সুন্দর গ্রাম শ্রীখোলা। এনজিপি থেকে গাড়ি নিয়ে ঘুম রিম্বিক হয়ে সরাসরি চলে আসা যায় শ্রীখোলা।
advertisement
3/6
ছবির মতো সুন্দর পাহাড়ি নির্জন গ্রাম। ঘুম থেকেই উঠেই দেখবেন দুপাশে পাহাড়ী ফুলের সারি। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের অন্তর্গত এই শ্রীখোলা। সান্দাকফু ফালুট ট্রেক রুটের মধ্যে পড়ে শ্রীখোলা।
ছবির মতো সুন্দর পাহাড়ি নির্জন গ্রাম। ঘুম থেকেই উঠেই দেখবেন দুপাশে পাহাড়ী ফুলের সারি। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের অন্তর্গত এই শ্রীখোলা। সান্দাকফু ফালুট ট্রেক রুটের মধ্যে পড়ে শ্রীখোলা।
advertisement
4/6
রডোডেনড্রন আর ম্যাগনেলিয়ার মাঝে সরু রাস্তা। ফালুট থেকে শ্রীখোলা ৩০ কিলোমিটার দূরত্ব।
রডোডেনড্রন আর ম্যাগনেলিয়ার মাঝে সরু রাস্তা। ফালুট থেকে শ্রীখোলা ৩০ কিলোমিটার দূরত্ব।
advertisement
5/6
কীভাবে যাবেন? এনজেপি থেকে সরাসরি গাড়িতে যেতে পারেন শ্রীখোলা। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও গাড়ি পেয়ে যাবেন।
কীভাবে যাবেন? এনজেপি থেকে সরাসরি গাড়িতে যেতে পারেন শ্রীখোলা। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও গাড়ি পেয়ে যাবেন।
advertisement
6/6
অন্যদিকে, বাগডোগরা বিমানবন্দরে নেমেও গাড়িতে সরাসরি চলে যান শ্রীখোলা। শহরের ব্যস্ততা, নাগরিক জীবনের কোলাহল থেকে অনেক দূরে। পাহাড়. নদী, পাখি আর ফুলের রাজ্যে কাটিয়ে আসুন কয়েকটা দিন। চারিদিকে নাম না জানা পাখির শব্দ মন ভরে আসবে আপনার। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
অন্যদিকে, বাগডোগরা বিমানবন্দরে নেমেও গাড়িতে সরাসরি চলে যান শ্রীখোলা। শহরের ব্যস্ততা, নাগরিক জীবনের কোলাহল থেকে অনেক দূরে। পাহাড়. নদী, পাখি আর ফুলের রাজ্যে কাটিয়ে আসুন কয়েকটা দিন। চারিদিকে নাম না জানা পাখির শব্দ মন ভরে আসবে আপনার। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
advertisement
advertisement
advertisement