TRENDING:

South 24 Parganas News:সহজেই ধরা পড়বে ফুসফুসে ক্যান্সার! অত্যাধুনিক মেশিন এই হাসপাতালে

Last Updated:

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফ্লেক্সিবেল ব্রঙ্কোস্কোপ উইথ লাইট সোর্স হাই এন্ড ক্যামেরা। এই মেশিনের ফুসফুস ও শ্বাসনালীর একাধিক সমস্যায় কাজ রোগ নির্ণয় ও উপশম করবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হল অত্যাধুনিক মেশিন। যার পোশাকি নাম ফ্লেক্সিবেল ব্রঙ্কোস্কোপ উইথ লাইট সোর্স হাই এন্ড ক্যামেরা। এই মেশিনের সাহায্যে ফুসফুস ও শ্বাসনালীর সমস্যায় একাধিক কাজ করা যাবে। এই মেশিনটি দুধরনের কাজে ব্যবহার হবে রোগ নির্ণয়(ডায়াগনেসিস) ও রোগ নিরাময়(থেরাপিউটিক) কাজে। মূলত অত্যাধুনিক এই মেশিনের সাহায্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ছবি তোলা যাবে। যা দেখে সহজেই রোগনির্ণয় করা যাবে‌।
advertisement

আরও পড়ুন: নেই অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন! সমস্যা বারুইপুর হাসপাতালে

অনেক সময় এক্স-রে তে অনেক রোগ ধরা পড়ে না। কিন্তু এই মেশিন তা সহজে ধরে ফেলবে। এই মেশিনটি বসাতে খরচ পড়েছে প্রায় ২১ লক্ষ টাকা। এই মেশিন আনার ফলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মুকুটে নতুন পালক যুক্ত হল। আগে ব্রঙ্কাসে ক্যান্সার হলে তা প্রাথমিক স্টেজে ধরা পড়ত না। ফলে রোগীর অনেক ক্ষতি হয়ে যেত। কিন্তু এই মেশিনের সাহায্যে প্রাথমিক স্টেজের ক্যান্সার ধরা পড়বে। ইতিমধ্যে মেশিনটি বসানোর পর পর ১২ জন রোগীকে পরীক্ষা করা হয়। যাদের ৫ জনের ক্যান্সার ধরা পড়েছে। এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়ায় তাদের চিকিৎসা দ্রুত হবে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

শুধুমাত্র ক্যান্সার নয় শ্বাসনালী ভিতরে টিউমার, টিউবারকুলোসিস, ফরেন বডি ডিকটেশান, শ্বাসনালীতে স্টেইন বসানো, জরুরি প্রয়োজনে জমে থাকা কফ সংগ্রহ সব কিছু করা যাবে এই মেশিনের মাধ্যমে‌। এ নিয়ে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল উৎপল দাঁ জানান, এই মেশিনটি চেস্ট ডিপার্টমেন্টে আনা হয়েছে‌। ফেব্রুয়ারির ১২ তারিখ থেকে এই মেশিনের কাজ শুরু হয়েছে। এইটা দিয়ে শ্বাসনালীর ভিতরে প্রবেশ করানো হয়। অনেক শিশুর গলায় অনেক কিছু আটকে যায়। সেক্ষেত্রে এই মেশিন লাইভ সেভিং প্রসিডিওর হিসাবে কাজ করবে। এছাড়াও এই মেশিন একাধিক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে। যা একটি নতুন দিগন্তের সূচনা করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News:সহজেই ধরা পড়বে ফুসফুসে ক্যান্সার! অত্যাধুনিক মেশিন এই হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল