আগামী সোমবার কালীপুজোর দিন দুপুর সাড়ে ১২টায় নৈহাটিতে বড়মার পুজো শুরু হওয়ার পরেই অন্যত্র পুজো শুরু করা যাবে। সকলেই একইদিনে নিরঞ্জন করবেন, তবে বড়মার নিরঞ্জনের পরই বাকিদের নিরঞ্জন করা যাবে। সমিতি সূত্রে জানা গিয়েছে, এবছর নৈহাটির বড়মার আদলে পুজোর আয়োজন হচ্ছে বিরাটির দাসনগর পঞ্চানন পল্লী পুজো কমিটি, বরানগর, কলকাতার কলেজ স্ট্রিট, মালদহের খলিশালী ও শিলিগুড়িতে। প্রতিটি জায়গাতেই তৈরি হচ্ছে সুউচ্চ প্রতিমা।
advertisement
বিশেষত কলেজ স্ট্রিটের বড়মার প্রতিমা গড়েছেন নৈহাটিরই শিল্পী শুভেন্দু সরকার। ইতিমধ্যেই সেই প্রতিমা রওনা দিয়েছে নৈহাটি থেকে। বিরাটির দাসনগর পঞ্চানন পল্লী পুজো কমিটির তরফে জানা গিয়েছে, তাদের পুজো ৭০ বছরের বেশি পুরনো। বড়মাকে ঘিরে ভক্তদের আবেগের কারণে গত বছর থেকে তাঁরাও বড়মার পুজো শুরু করেছেন একই নিয়ম মেনে। এবছরও নৈহাটির বড়মার মন্দির থেকে পাঠানো শাড়ি বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।