TRENDING:

Kalipuja 2025: রাত পোহালেই কালীপুজো! তার আগেই কোথায় রওনা দিলেন নৈহাটির বড়মা?

Last Updated:

শুধু নৈহাটি নয়, এ বছর রাজ্যের আরও পাঁচটি স্থানে পুজিত হবেন নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা। ইতিমধ্যেই নৈহাটি বড়কালী পুজো সমিতির অনুমতি নিয়ে বিভিন্ন পুজো উদ্যোক্তারা নিজেদের জায়গায় পুজোর আয়োজন করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নৈহাটি: কালীপুজোর আগে নৈহাটিতে এমন দৃশ্য দেখে হতবাক অনেক ভক্তই। বড়মার মূর্তি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কারণ শুধু নৈহাটি নয়, এ বছর রাজ্যের আরও পাঁচটি স্থানে পুজিত হবেন নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা। ইতিমধ্যেই নৈহাটি বড়কালী পুজো সমিতির অনুমতি নিয়ে বিভিন্ন পুজো উদ্যোক্তারা নিজেদের জায়গায় পুজোর আয়োজন করেছেন। নৈহাটি বড়কালী পুজো সমিতির তরফে জানা গিয়েছে, বড়মা পুজিত হোক সর্বত্র, এটাই চান তাঁরা। তাই যাঁরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের সম্মতি দেওয়া হয়েছে। তবে একটাই শর্ত- নৈহাটির বড়মার পূজোর নিয়ম, আচার ও রীতি কঠোরভাবে মানতে হবে ওই সকল পুজোর ক্ষেত্রে। পুজোর সময় ভক্তদের দেওয়া সামগ্রী দান করতে হবে।
গন্তব্যের পথে বড়মার প্রতিমা
গন্তব্যের পথে বড়মার প্রতিমা
advertisement

আগামী সোমবার কালীপুজোর দিন দুপুর সাড়ে ১২টায় নৈহাটিতে বড়মার পুজো শুরু হওয়ার পরেই অন্যত্র পুজো শুরু করা যাবে। সকলেই একইদিনে নিরঞ্জন করবেন, তবে বড়মার নিরঞ্জনের পরই বাকিদের নিরঞ্জন করা যাবে। সমিতি সূত্রে জানা গিয়েছে, এবছর নৈহাটির বড়মার আদলে পুজোর আয়োজন হচ্ছে বিরাটির দাসনগর পঞ্চানন পল্লী পুজো কমিটি, বরানগর, কলকাতার কলেজ স্ট্রিট, মালদহের খলিশালী ও শিলিগুড়িতে। প্রতিটি জায়গাতেই তৈরি হচ্ছে সুউচ্চ প্রতিমা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিল সোনার মূর্তি, ১২৬ বছর ধরে ঘটের জল অক্ষয়! রাজা মেহতাব চাঁদের প্রতিষ্ঠিত সোনার কালীবাড়ি
আরও দেখুন

বিশেষত কলেজ স্ট্রিটের বড়মার প্রতিমা গড়েছেন নৈহাটিরই শিল্পী শুভেন্দু সরকার। ইতিমধ্যেই সেই প্রতিমা রওনা দিয়েছে নৈহাটি থেকে। বিরাটির দাসনগর পঞ্চানন পল্লী পুজো কমিটির তরফে জানা গিয়েছে, তাদের পুজো ৭০ বছরের বেশি পুরনো। বড়মাকে ঘিরে ভক্তদের আবেগের কারণে গত বছর থেকে তাঁরাও বড়মার পুজো শুরু করেছেন একই নিয়ম মেনে। এবছরও নৈহাটির বড়মার মন্দির থেকে পাঠানো শাড়ি বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalipuja 2025: রাত পোহালেই কালীপুজো! তার আগেই কোথায় রওনা দিলেন নৈহাটির বড়মা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল