TRENDING:

East Bardhaman News: কালো থেকে রাস্তার রঙ হয়ে গেল নীল! চেনা রাস্তা হয়ে গেল অচেনা! কোথায় ঘটল এমনটা

Last Updated:

কালো রাস্তা নীল হতেই হয়ে গেল অচেনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে আবারও তৈরি হল নীল রঙের রাস্তা। রাস্তার রং একেবারে নীল! স্বভাবতই এহেন রাস্তা দেখে অবাক হচ্ছেন অনেকেই। পূর্ব বর্ধমানের ভাতার ব্লক অফিস চত্বরে এক অভিনব ও চমকপ্রদ উদ্যোগে নির্মিত হয়েছে এক সম্পূর্ণ নীল রঙের রাস্তা, যা দেখে রীতিমত অবাক ও উৎসাহিত হচ্ছেন এলাকাবাসী এবং পথচারীরা। এতদিন এলাকায় শুধুমাত্র কালো পিচ, মাটি বা মোরামের রাস্তারই প্রচলন ছিল।
advertisement

কিন্তু এই রঙিন রাস্তা সেই চেনা দৃশ্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। স্থানীয়দের মতে, নীল রঙের এই ব্যতিক্রমী রাস্তা শুধু নজরকাড়া নয়, গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও এটি এক নতুন দৃষ্টান্ত। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই রাস্তা দেখে বেশ ভাল লাগছে। একেবারে অন্যরকম রাস্তা। গ্রামের মধ্যেও এই ধরণের রাস্তা হলে দারুণ লাগবে।”

advertisement

আরও পড়ুন: বর্ধমানে জঙ্গলের মাঝে লুকিয়ে রয়েছে এক বিমানঘাঁটি! কোথায়, কেন! ঠাসা ইতিহাস জেনে ঘুরে আসতে পারেন

ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়েছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক। ফলে এটি পরিবেশবান্ধব, খরচ সাশ্রয়ী এবং জল নিকাশির দিক থেকেও কার্যকর। প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণের ফলে এর স্থায়িত্ব বেশি হবে বলেই আশা করা হচ্ছে। যদিও এটি আপাতত একটি পরীক্ষামূলক প্রকল্প, স্থানীয় প্রশাসন এই উদ্যোগের উপর কড়া নজরদারি রাখছে এবং তার টেকসই তাও নিয়মিতভাবে যাচাই করা হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

উল্লেখ্য, এর আগেও পূর্ব বর্ধমান জেলার কয়েকটি অংশে নীল রঙের রাস্তা তৈরি হয়েছে এবং সেগুলি বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সেই সাফল্যের ভিত্তিতেই এবার ভাতার ব্লকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ভবিষ্যতে যদি এটি কার্যকর ও দীর্ঘস্থায়ী প্রমাণিত হয়, তবে জেলার অন্যান্য এলাকাতেও একই ধরনের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই নতুন রঙিন রাস্তাটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভাতার ব্লক অফিসে ভিড় করছেন। স্থানীয়দের মধ্যে উৎসাহের কোন কমতি নেই। তাঁদের আশা, এরকম আরও উদ্যোগ গ্রহণ করলে গ্রামীণ পরিবেশ যেমন বদলাবে, তেমনই টেকসই পরিকাঠামো গড়ে তোলা যাবে সহজেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কালো থেকে রাস্তার রঙ হয়ে গেল নীল! চেনা রাস্তা হয়ে গেল অচেনা! কোথায় ঘটল এমনটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল