কিন্তু এই রঙিন রাস্তা সেই চেনা দৃশ্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। স্থানীয়দের মতে, নীল রঙের এই ব্যতিক্রমী রাস্তা শুধু নজরকাড়া নয়, গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও এটি এক নতুন দৃষ্টান্ত। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই রাস্তা দেখে বেশ ভাল লাগছে। একেবারে অন্যরকম রাস্তা। গ্রামের মধ্যেও এই ধরণের রাস্তা হলে দারুণ লাগবে।”
advertisement
আরও পড়ুন: বর্ধমানে জঙ্গলের মাঝে লুকিয়ে রয়েছে এক বিমানঘাঁটি! কোথায়, কেন! ঠাসা ইতিহাস জেনে ঘুরে আসতে পারেন
ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়েছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক। ফলে এটি পরিবেশবান্ধব, খরচ সাশ্রয়ী এবং জল নিকাশির দিক থেকেও কার্যকর। প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণের ফলে এর স্থায়িত্ব বেশি হবে বলেই আশা করা হচ্ছে। যদিও এটি আপাতত একটি পরীক্ষামূলক প্রকল্প, স্থানীয় প্রশাসন এই উদ্যোগের উপর কড়া নজরদারি রাখছে এবং তার টেকসই তাও নিয়মিতভাবে যাচাই করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এর আগেও পূর্ব বর্ধমান জেলার কয়েকটি অংশে নীল রঙের রাস্তা তৈরি হয়েছে এবং সেগুলি বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সেই সাফল্যের ভিত্তিতেই এবার ভাতার ব্লকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ভবিষ্যতে যদি এটি কার্যকর ও দীর্ঘস্থায়ী প্রমাণিত হয়, তবে জেলার অন্যান্য এলাকাতেও একই ধরনের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই নতুন রঙিন রাস্তাটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভাতার ব্লক অফিসে ভিড় করছেন। স্থানীয়দের মধ্যে উৎসাহের কোন কমতি নেই। তাঁদের আশা, এরকম আরও উদ্যোগ গ্রহণ করলে গ্রামীণ পরিবেশ যেমন বদলাবে, তেমনই টেকসই পরিকাঠামো গড়ে তোলা যাবে সহজেই।
বনোয়ারীলাল চৌধুরী





