কলকাতা এবং হাওড়ার শহর এবং শহরতলির অনেক জায়গাতেই প্রচুর ঘুড়ি উড়ে। কিন্তু অনেকসময় এই ঘুড়ি ওড়ানোই সাধারণ মানুষের জন্য বিপদ বয়ে আনতে পারে। রেলওয়ে ট্র্যাক সংলগ্ন এলাকায় ঘুড়ি উড়ানোর সময় সেই ঘুড়ি যদি কোনও ভাবে প্যান্টোগ্রাফ বা ওভারহেড তারে লেগে জড়িয়ে যায়, সেক্ষেত্রে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল এবং এরকম ঘটনা প্রায়ই ঘটে চলেছে।
advertisement
আরও পড়ুন: প্রেমিকাকে নিয়ে পলাতক ভাই, দিদিকে গণধর্ষণ তরুণীর পরিবারের! অভিযোগ রেকর্ড করা হয় দৃশ্য
ওভারহেড তারগুলি উচ্চ ভোল্টের ক্ষমতাসম্পন্ন হওয়ায় ঘুড়ি ওড়ানোর সময়ে অসতর্ক হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। অন্য দিকে, ঘুড়ির সুতো ওভারহেড ইকুইপমেন্টস (OHE)-এর সঙ্গে জড়িয়ে যেতে পারে, যাতে ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে এবং যাত্রীদের অসুবিধায় পড়তে হতে পারে।
আরও পড়ুন: আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হাই কোর্টে, কবে শুনানি?
ঘুড়ির সুতোয় ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে যাত্রীদের অযথা হয়রানি কিংবা সুতো হাই -ভোল্টেজ তারে সুতো জড়িয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। পূর্ব রেলের হাওড়া ডিভিশন এই নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে। রেলওয়ে ট্র্যাকের সামনে ঘুড়ি না ওড়ালে এই ধরনের দুর্ঘটনা আটকানো যাবে বলেই মন ভারতীয় রেলের।