Calcutta High Court on RG Kar case: আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হাই কোর্টে, কবে শুনানি?
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
Calcutta High Court RG Kar case: আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।
কলকাতা: আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এই সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের সেমিনার ঘর থেকে উদ্ধার হয় ডাক্তারি পড়ুয়ার অর্ধনগ্ন দেহ। তারপর থেকেই প্রতিবাদ শুরু হয় আরজি কর হাসপাতালে। এই ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হয় হাসপাতালের অন্যান্য ডাক্তারি পড়ুয়ারা। কর্মবিরতিরও ডাক দেওয়া হয়।
advertisement
advertisement
নির্যাতিতা পড়ুয়ার দেহ ময়নাতদন্তের পরে যৌন নির্যাতনের প্রমাণ পায় পুলিশ। সেই মতো খুন এবং ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং সঞ্জয় নামে একজনকে গ্রেফতারও করা হয়। যদিও অনেকের এই নিয়ে অভিযোগ ছিল এই ঘটনায় একাধিক অপরাধীর হাত রয়েছে। সেই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে।
advertisement
সোমবার হাই কোর্ট সূত্রে জানা যায়, সব মামলাই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার শুনানি হবে।
প্রসঙ্গত, সোমবার সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা পুলিশকে সাত দিনের সময়সীমা দেওয়া হল, না হলে সিবিআইকে তদন্তভারে আপত্তি নেই। মঙ্গলবার হাই কোর্ট কী নির্দেশ দেয় সেটাই এখন দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 2:31 PM IST