Relationship- harassment: প্রেমিকাকে নিয়ে পলাতক ভাই, দিদিকে গণধর্ষণ তরুণীর পরিবারের! অভিযোগ রেকর্ড করা হয় দৃশ্য
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
Love affair: ফের এক পাশবিক নির্যাতনের ঘটনা ঘটল দেশে। উত্তর প্রদেশে প্রেমিকাকে নিয়ে পালিয়েছিল এক যুবক। প্রতিষোধ নিয়ে সেই যুবকের দিদিকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।
লুধিয়ানা: ফের এক পাশবিক নির্যাতনের ঘটনা ঘটল দেশে। উত্তর প্রদেশে প্রেমিকাকে নিয়ে পালিয়েছিল এক যুবক। প্রতিষোধ নিয়ে সেই যুবকের দিদিকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লুধিয়ানায়। ধর্ষণের অভিযোগ উঠেছে মেয়েটির বাবা-সহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে। নির্যাতন এখানেই শেষ নয়, সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে রেকর্ডও করে রাখে অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলা গৃহবধূ, তাঁর দুই সন্তানও রয়েছে। নির্যাতিতার অভিযোগ ঘটনাটি ঘটেছে ১ মে, কিন্তু আতঙ্কে থাকার জন্য দীর্ঘ সময় ধরে তিনি পুলিশে অভিযোগ জানাতে পারেননি।
advertisement
advertisement
গণধর্ষণের ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠে তিনি পুলিশে প্রেমিকার পরিবারের চার জনের বিরুদ্ধে অভিযোগ জানান। উত্তর প্রদেশের টিব্বা রোড থানায় প্রেমিকার বাবা রবীন্দ্র সিং, বারীন্দ্র সিং, আমন সিং এবং সন্তোষ সিং নামে চার জনের বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
advertisement
নির্যাতিতা লিখিত অভিযোগে জানান, তাঁর ভাই অভিযুক্ত রবীন্দ্র সিংয়ের মেয়ের সঙ্গে পালিয়ে যান। পলাতক প্রেমিক-প্রেমিকাকে খুঁজতে ১ মে প্রেমিকের দিদির বাড়িতে হাজির হয় তরুণীর পরিবার। দু’জনকে খুঁজে না পেয়ে তরুণীর পরিবারের চার সদস্য মিলে প্রেমিকের দিদিকে গণধর্ষণ করে। সেই দৃশ্য ভিডিও করেও রাখা হয়, সেই সঙ্গে হুমকি দেওয়া হয়, পুলিশে অভিযোগ জানালে এই দৃশ্য ভাইরাল করে দেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 2:04 PM IST