এদিন সকালে ফালাকাটা শহরের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের চুয়াখোলা এলাকায় ঢুকে পড়ে দুটি বাইসন। জলদাপাড়ার জঙ্গল থেকে ঢুকেছে বাইসন দুটি বলে মনে করছেন বাসিন্দারা। রীতিমত তাণ্ডব চালায় এলাকায়। এদিন সকালে জমিতে কাজ করছিলেন বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি। তাকে পেছন থেকে এসে গুঁতো দেয় একটি বাইসন। তার গুঁতোয় গুরুতর জখম হন ওই ব্যক্তি।
advertisement
আরও পড়ুন: লোকালয়ে ঢুকে রুদ্রমূর্তি হাতির! তাণ্ডবে ভাঙল ১০টি ঘর, আহত ২ শিশু সহ ৪
এছাড়াও ওই এলাকার আরও একজনকে আক্রমণ করে বাইসনগুলি। এদিকে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিশ্বজিৎ বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কোচবিহারে স্থানান্তরিত করা হয় বলে খবর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা। কিন্তু বেলা গড়িয়ে গেলেও বাইসনদুটি উদ্ধার হয়নি।
Annanya Dey





