TRENDING:

Birbhum: দুপুরের তীব্র গরমে পথচলতি মানুষের দিকে পুলিশের মানবিক হাত এগিয়ে দিল জলের বোতল, ওআরএস

Last Updated:

Birbhum: তাই এই কষ্টকর অবস্থা থেকে পথচলতি সাধারণ মানুষকে কিছুটা বাঁচাতে অভিনব উদ্দ্যোগ নেন বীরভূম জেলা ট্রাফিক পুলিশ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পথচলতি মানুষদের তেষ্টা মেটাতে জলছত্র থেকে জলের বোতল দেওয়া হল বীরভূম জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে
পথচলতি মানুষদের তেষ্টা মেটাতে জলছত্র থেকে জলের বোতল দেওয়া হল বীরভূম জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে
advertisement

গরম পড়তেই বাড়ছে তাপমাত্রা । রোজ যেন একটু করে বাড়ছে পারদের অঙ্ক । বেলা বাড়তেই বাতাসে বইছে গরম হওয়া । তাই গরমের চোটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের । বাড়ির বাইরে পা দিলেই শরীর যেন পুড়ে যাচ্ছে গরম বাতাসে । কিন্তু উপায় নেই নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে ঠিক সময়েই । তাই গরমের মধ্যেই রাস্তায় বেরোতে হচ্ছে মানুষদের । এমনকি বাচ্চাদেরও গরমে যেতে হচ্ছে স্কুলে । তাই মানুষ গরম থেকে কিছুটা বাঁচতে গোটা মুখ চোখ ঢেকে বেরোচ্ছেন রাস্তায় ।

advertisement

আরও পড়ুন : দুপুরে খাওয়ার পর স্নান করছেন? শরীরের সর্বনাশ হচ্ছে

শুধু তাই নয়, শরীর ঠান্ডা রাখতে বার বার খাচ্ছেন ঠান্ডা জল , লস্যি কিংবা আইসক্রিম । শরীর যাতে অসুস্থ না হয়ে যায় তাই বারে বারেই মাথায় ও মুখে জল দিচ্ছেন মানুষ । তাই এই কষ্টকর অবস্থা থেকে পথচলতি সাধারণ মানুষকে কিছুটা বাঁচাতে অভিনব উদ্দ্যোগ নেন বীরভূম জেলা ট্রাফিক পুলিশ ।

advertisement

আরও পড়ুন : পর্যটনের নতুন আকর্ষণ! এবার এই নিষিদ্ধ আনন্দও আইনসিদ্ধ হতে চলেছে মেঘালয়ে

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে  বীরভূমের সিউড়িতে রাস্তায় শুরু হয় জলছত্র । সেখানে রাখা হয় প্রচুর পানীয় জলের বোতল এবং ওএরএস । বাসযাত্রী থেকে টোটোযাত্রী , সাইকেলচালক কিংবা বাইকচালক, রাস্তায় বেরনো সকলকে একটি করে জলের বোতল এবং ও আর এস দেওয়া হয় সেখান থেকে । ট্রাফিক পুলিশের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ ।

advertisement

আরও পড়ুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ফুটছে, হিটস্ট্রোক থেকে বাঁচতে মনে রাখুন এই নিয়মগুলি

এক টোটোযাত্রী বলেন , " বাইরে এত গরম আর লু বইছে, তাতে বেরনোর উপায় নেই । কিন্তু কাজের জন্য তো বেরতে হচ্ছেই । তবে গোটা মুখ ঢেকে তবেই বেরচ্ছি । তারপরও গরম কমছে না । তবে আজ পুলিশের থেকে এই জলের বোতল পেয়ে সত্যিই খুব ভাল লাগলো । "

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ডিএসপি ট্রাফিক আখতার আলি বলেন, ‘‘গরমে বেরনো সাধারণ মানুষকে জলের বোতল এবং ওআরএস দিয়ে কিছুটা সাহায্য করলাম।’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum: দুপুরের তীব্র গরমে পথচলতি মানুষের দিকে পুলিশের মানবিক হাত এগিয়ে দিল জলের বোতল, ওআরএস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল