হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়ক ‘মুম্বই রোড’ নামেও পরিচিত। এই সড়ক হয়ে মুম্বই শহরে পৌঁছানো যায়, একদিকে মুম্বই , চেন্নাই অন্যদিকে দিল্লি, কলকাতা শহরে পৌঁছান যায় এই রাস্তা ব্যবহার করে। ফলে এই রাস্তা সবসময়ই প্রচণ্ড ব্যস্ত থাকে। ক্রমেই এই সড়কে বাড়ছে যানবাহনের চাপ। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি কম দূরত্বের জেলার বিভিন্ন যানবাহনও জাতীয় সড়ক ব্যবহার করে। ফলে একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। মাঝেমধ্যেই নানা কারণে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার অভিযোগে তির পুলিশ এবং সড়ক কর্তৃপক্ষের দিকেই তাক করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: জামাইকে গ্রেফতার করেছে ইডি, রঘুনাথগঞ্জের জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতেও চলেছে তল্লাশি
কিন্তু জাতীয় সড়কে যে ছবি উঠে আসছে, তাতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ কিন্তু, অন্য কথা বলছে, দেখা যাচ্ছে সার্ভিস রোড থেকে ব্যারিকেড ভাঙা অংশ দিয়ে কোনরকমে চার ফুট ডিভাইডার পার করলেই জাতীয় সড়ক পৌঁছান যাচ্ছে। একটু অসাবধান হলেই জাতীয় সড়কের চলন্ত গাড়ি’র সামনে পড়তে পারে।
আরও পড়ুন: চাষ গেল, সংসার চালাবেন কীভাবে? কৃষকের সঙ্গে চাপ মধ্যবিত্তের
সাইকেল বাইক আরোহী সার্ভিস রোড ফাঁকি দেওয়ার জন্যই অবৈধভাবে জাতীয় সড়কে উঠছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, এমনটাই জানাচ্ছেন অবৈধভাবে পারাপারকারি মানুষ।
এ প্রসঙ্গে বড় বাহন চালকেরা জানাচ্ছেন, এই প্রবণতা বহু স্থানেই দেখা যাচ্ছে। নিজেদের ইচ্ছামতো যে কোন জায়গা থেকে জাতীয় সড়কে উঠে পড়ছে ছোট ছোট গাড়ি। তাতেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে, সেই সঙ্গে অন্যান্য মানুষের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে ।