সূত্রের খবর অনুযায়ী, ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ে লেন পরিবর্তন করার সময় ভয়ানক দুর্ঘটনা। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, রাত্রি প্রায় ১০:০০ নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়ক পারাপার করছে বাইক সহ বেশ কিছু যানবাহন। এমন সময় উলুবেরিয়া দিক থেকে দুরন্ত গতিতে আসা একটি ট্রাক এসে পর পর দু’টি বাইকে ধাক্কা মারে। তাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে সিগন্যালে বাইক নিয়ে পারাপারের সময় দ্রুত গতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকের এক আরোহীর, আহত হয় ৩ জন। ট্রাকের ধাক্কায় প্রান হারায় উদয়নারায়নপুরের বাসিন্দা ওই নাবালক।
উলুবেড়িয়া গামী লেন ধরে কলকাতার দিক থেকে রানিহাটি মোড় ক্রস করে হাওড়া আমতা রোডে ওঠার আগেই জাতীয় সড়কে ঘটেছে এই দুর্ঘটনা। জানা যায় মৃত নাবালক বাবার বাইকের পিছনে বসে বাড়ি ফিরছিল। অন্য একটি বাইকে একজন পুরুষ ও মহিলা ছিল। পরপর এই দুই বাইকে ধাক্কা ট্রাকের। ভিডিওতে দেখা যাচ্ছে গতিশীল ট্রাকের ধাক্কা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় নাবালকের দেহ।
ঘটনায় আহত তার বাবা এবং অন্য একটি বাইকে থাকা দুই যাত্রী। আহতদের উদ্ধার করে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় মানুষ পথে নামে। থমকে পড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। উত্তেজিত জনতা ভাঙচুর করে পুলিশ কিয়স্ক। মাঝেমধ্যেই দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ে। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে স্থানীয় মানুষের দাবি, দ্রুত উড়ালপুলের ব্যবস্থা হোক। তাতে কমবে দুর্ঘটনা।
রাকেশ মাইতি