TRENDING:

Accident: বাবার বাইকের পেছনে বসে...হঠাত্‍ ছুটে এল লরি! ২ টি বাইকে সজোরে ধাক্কা, চাকায় পিষে মৃত্যু নাবালকের

Last Updated:

দুরন্ত ঘুরতে ছুটে এলো ট্রাক, পরপর বাইকে ধাক্কা, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নাবালকের, মর্মান্তিক দৃশ্য ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া:  ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক নাবালকের। অল্পের জন্য প্রাণ বাঁচল দুই বাইকে থাকা আরও তিন যাত্রীর। দুরন্ত গতিতে আসা ট্রাকের পরপর দুটি বাইকে ধাক্কা। দুর্ঘটনার মুহূর্ত বন্দি সিসি ক্যামেরায়। ঘটনা হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ের কলকাতা গামী লেনে ঘটেছে এই মারাত্মক দুর্ঘটনা।
advertisement

সূত্রের খবর অনুযায়ী, ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ে লেন পরিবর্তন করার সময় ভয়ানক দুর্ঘটনা। সিসিটিভি ক‍্যামেরায় দেখা গিয়েছে, রাত্রি প্রায় ১০:০০ নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়ক পারাপার করছে বাইক সহ বেশ কিছু যানবাহন। এমন সময় উলুবেরিয়া দিক থেকে দুরন্ত গতিতে আসা একটি ট্রাক এসে পর পর দু’টি বাইকে ধাক্কা মারে। তাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

advertisement

আরও পড়ুন: সন্ধ‍্যে হলেই ঝাঁকে ঝাঁকে মশার উত্‍পাতে নাজেহাল? ঘর মোছার জলে মেশান এই একটি জিনিস! একটা মশাও থাকবে না বাড়িতে

স্থানীয় সূত্রে জানা গেছে সিগন্যালে বাইক নিয়ে পারাপারের সময় দ্রুত গতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকের এক আরোহীর, আহত হয় ৩ জন। ট্রাকের ধাক্কায় প্রান হারায় উদয়নারায়নপুরের বাসিন্দা ওই নাবালক।

advertisement

View More

উলুবেড়িয়া গামী লেন ধরে কলকাতার দিক থেকে রানিহাটি মোড় ক্রস করে হাওড়া আমতা রোডে ওঠার আগেই জাতীয় সড়কে ঘটেছে এই দুর্ঘটনা। জানা যায় মৃত নাবালক বাবার বাইকের পিছনে বসে বাড়ি ফিরছিল। অন্য একটি বাইকে একজন পুরুষ ও মহিলা ছিল। পরপর এই দুই বাইকে ধাক্কা ট্রাকের। ভিডিওতে দেখা যাচ্ছে গতিশীল ট্রাকের ধাক্কা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় নাবালকের দেহ।

advertisement

আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে মল, মুত্রের সঙ্গে রক্তপাত হয়? ভেতরে থেকে ঝাঁঝরা হয়ে যায় শরীর! কী খেলে বাড়বে এই ভিটামিন? জেনে নিন

ঘটনায় আহত তার বাবা এবং অন্য একটি বাইকে থাকা দুই যাত্রী। আহতদের উদ্ধার করে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

advertisement

দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় মানুষ পথে নামে। থমকে পড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। উত্তেজিত জনতা ভাঙচুর করে পুলিশ কিয়স্ক। মাঝেমধ্যেই দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ে। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে স্থানীয় মানুষের দাবি, দ্রুত উড়ালপুলের ব্যবস্থা হোক। তাতে কমবে দুর্ঘটনা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: বাবার বাইকের পেছনে বসে...হঠাত্‍ ছুটে এল লরি! ২ টি বাইকে সজোরে ধাক্কা, চাকায় পিষে মৃত্যু নাবালকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল