Murshidabad News: লোকাল ১৮ বাংলার খবরের জের, নড়েচড়ে বসল প্রশাসন! যোগদান প্রধান শিক্ষকের, ১৫ দিন পর চালু হল মিড-ডে-মিল

Last Updated:

Murshidabad News: লোকাল ১৮ বাংলার খবরের জের। অবশেষে কান্দি জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চালু হল পঠন পাঠন! যোগদান করলেন প্রধান শিক্ষক।

+
প্রধান

প্রধান শিক্ষকের যোগদান

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দুই শিক্ষকের দ্বন্দ্বের কারণে অচলাবস্থা তৈরি হয়েছিল মুর্শিদাবাদের কান্দি জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। যে খবর তুলে ধরা হয় লোকাল ১৮ বাংলায়। ফলে অবশেষে একজন স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ করল জেলা স্কুল শিক্ষা দফতর। মুর্শিদাবাদ জেলার কান্দি জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়। দু’জন শিক্ষক ও শিক্ষিকা অবসর নিতেই কে নেবে টিআইসি চার্জ, এই নিয়ে শুরু সমস্যা। দীর্ঘ পনেরো দিনের বেশি বন্ধ ছিল মিড ডে মিল পরিষেবা। যে কারণে স্কুলে আসতে চাইছিল না পড়ুয়ারা। সেই খবর সম্প্রচার করা হয়।
খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসল প্রশাসন। অবশেষে একজন স্থায়ী প্রধান শিক্ষক দেওয়া হয়। মহম্মদ ফিরোজ সেখ তিনি যোগদান করেন স্কুলে। তিনি যোগদান করতেই ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের পড়ুয়ারা। এছাড়াও এদিন থেকেই পঠন পাঠন শুরু হতেই খুশি সকলেই। এমনকি মিড ডে মিল পরিষেবা চালু করা হয়েছে বলেও জানিয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শক সমৃতা রুদ্র। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমো বিশ্বাস পাড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় ৭০ জন। এলাকার অভিভাবকদের অভিযোগ, স্কুলে দুই শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
advertisement
আরও পড়ুন: তিন পুরুষ ধরে একই স্কুলের পড়ুয়া, স্বাধীনতার বহু আগে শুরু পথচলা! এই সরকারি স্কুল জেলার গর্ব 
কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অর্ঘ্য পান টিআইসি চার্জ নিতে নারাজ। অন্যদিকে আরও একজনকে শিক্ষিকা মনজিলা পারভীন রয়েছেন। তিনিও টিআইসি চার্জ নিতে নারাজ ছিলেন। আর টিআইসি চার্জ না নেওয়ার কারণেই স্কুলে ১৫ দিন ধরে বন্ধ ছিল মিড-ডে-মিল পরিষেবা। যে কারণে বিদ্যালয়ে অনুপস্থিত হচ্ছিল এলাকার ছাত্র ও ছাত্রীরা। ব্যহত হয় পঠন পাঠন। স্কুলের পঠন পাঠন স্বাভাবিক আছে কিনা তা খতিয়ে দেখতে উপস্থিত হন অবর বিদ্যালয় পরিদর্শক সমৃতা রুদ্র । অভিভাবকদের অভিযোগ, ১৫ দিন ধরে মিড ডে মিল পরিষেবা বন্ধ, বিদ্যালয়কে জানানো সত্বেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই এলাকার পড়ুয়ারা অনুপস্থিত থাকছিল। যদিও স্কুলের শিক্ষক অর্ঘ্য পান জানিয়েছেন, আমি শারীরিক অসুস্থ। সেই কারণে আমি টিআইসি চার্জ নিতে পারছি না। বারবার স্কুল শিক্ষা দফতরে আবেদন করলেও আমি কোনও সাড়া পাইনি। আর এই শিক্ষকের দ্বন্দ্ব মেটাতে এবং পড়ুয়াদের কথা মাথায় রেখেই অন্য একজন প্রধান শিক্ষককে যোগদান করানো হল। সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ ফিরোজ সেখ জানিয়েছেন, এই স্কুলে অচলাবস্থা কাটাতে আমাকে এখানে প্রধান শিক্ষকের পদ দেওয়া হয়েছে। আগামী দিনে স্কুলের পঠন পাঠন এমনকি মিড-ডে-মিল পরিষেবা স্বাভাবিক রাখব। এটাই আমার এখন বড় চ্যালেঞ্জ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: লোকাল ১৮ বাংলার খবরের জের, নড়েচড়ে বসল প্রশাসন! যোগদান প্রধান শিক্ষকের, ১৫ দিন পর চালু হল মিড-ডে-মিল
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement