আরও পড়ুন- ৫টাকার কয়েন উঠে যাওয়ার পিছনেও বাংলাদেশ! কেন এই সিদ্ধান্ত নিল RBI? জানুন আসল কারণ
বিবাহিত মহিলারা Google-এ সবচেয়ে বেশি সার্চ দেন ‘এইটাই’…! কী বলুন তো? জানলে চমকে যাবেন
আরও পড়ুন- ৪৩ বছরে ১২ বার বিবাহবিচ্ছেদ! প্রেমে ‘খাদ’ ছিল না, শেষে যা জানা গেল…! শিউরে উঠবেন
advertisement
বাড়ির মেন গেটে নতুন তালা লাগানো ছিল। কোলাপসিবল গেটেও তালা লাগানো ছিল। পাশের গ্রামে থাকেন মৃত ছবিরানি দেবীর বোন। তাঁর সঙ্গে এই দম্পতির ফোনে শেষ যোগাযোগ হয়েছিল। ঘরের ভিতর থেকে উদ্ধার দম্পতির দেহ। মাথায় আঘতের চিহ্ন ছিল। খুন বলেই প্রাথমিক অনুমান, কিন্তু করল কে? তদন্তে নেমেছিল পুলিশ। তার কয়েক ঘণ্টায় কাটে ধোঁয়াশা।
শুক্রবার ফোনে না পেয়ে সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে দম্পতির মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, রান্নাঘরে পড়ে ছিল ছবিরানির দেহ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিজিত বাবুর দেহ ছিল শোওয়ার ঘরে। সম্ভবত তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। এই দম্পতি নিঃসন্তান ছিলেন, সম্পত্তিগত কারণে এই খুন।