বিবাহিত মহিলারা Google-এ সবচেয়ে বেশি সার্চ দেন 'এইটাই'...! কী বলুন তো? জানলে চমকে যাবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Married Women: গবেষণা বলছে, এর মূল কারণ মেয়েদের বেড়ে ওঠার ধরণ। একটা নির্দিষ্ট সময় অবধি মেয়েরা তাঁদের বাবা-মায়ের সঙ্গে থাকেন। বাকি জীবন স্বামীর সঙ্গে সংসার করেন। মেয়েদের বিয়ে নিয়ে অনেক আশা থাকে।
advertisement
একটা সময় ছিল, যখন কোনও বিষয় নিয়ে সংশয় দেখা দিলে মানুষ তার বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনকে জিজ্ঞাসা করত। কিন্তু এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন। সেই স্মার্ট ফোনই হয়ে উঠেছে সবার বেস্ট ফ্রেন্ড। এটি দিয়ে, যখনই আপনার কোনও তথ্যের প্রয়োজন, আপনি অবিলম্বে গুগলে অনুসন্ধান করলেই খুঁজে পেয়ে যান। যদিও অনেক সার্চ ইঞ্জিন আছে... বেশিরভাগ মানুষ গুগল ব্যবহার করেন।
advertisement
আপনি গুগল সার্চ ইঞ্জিনে যাই জিজ্ঞাসা করুন না কেন, আপনি অবিলম্বে স্পষ্ট উত্তর পাবেন। গুগলের মাধ্যমে মানুষ এভাবেই বিশ্বের দিকে তাকাচ্ছে। কেরিয়ারের জন্য ব্যবহৃত ক্লাসরুমের পাঠ থেকে পরীক্ষার ফলাফল পর্যন্ত, সবকিছুর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভাল-মন্দ মিশিয়ে যার যা দরকার হাতের সামনে এনে দেয় গুগল। তবে বিবাহিত মেয়েদের সার্চ লিস্ট দেখলে আপনি চমকে উঠতে বাধ্য।
advertisement
গবেষণা বলছে, এর মূল কারণ মেয়েদের বেড়ে ওঠার ধরণ। একটা নির্দিষ্ট সময় অবধি মেয়েরা তাঁদের বাবা-মায়ের সঙ্গে থাকেন। বাকি জীবন স্বামীর সঙ্গে সংসার করেন। মেয়েদের বিয়ে নিয়ে অনেক আশা থাকে। স্বামীর সঙ্গে জীবন কেমন যাবে.. আর শ্বশুরবাড়িতে কেমন হবে তা নিয়ে তাঁরা অনেক চিন্তা করেন। কী ভাবে মানিয়ে নেবেন নিএজেকে অন্যের বাড়িতে? বেশিরভাগ নারী এই চিন্তায় বিভোর থাকেন বিয়ের কিছু দিন আগে থেকেই, এমনই দেখা গিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement