কিন্তু হঠাৎ এক সপ্তাহ আগে স্থানীয় পুলিশ তাদের ধরে নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রথমদিকে একবারই ফোনে কথা বলতে পেরেছিলেন তারা। তারপর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। অভিযোগ, কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে হরিয়ানা পুলিশ তাদের আটক করেছে। পরিবারের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।
advertisement
এদিকে পরিবারের আর্থিক অবস্থাও চরম সংকটে পড়েছে। দুই ভাই শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন। বৃদ্ধা মা একাই থাকেন গ্রামে। ছেলেরা নিয়মিত টাকা পাঠাত বলেই তার অন্ন সংস্থান হত। কিন্তু হঠাৎ করেই ছেলেদের পুলিশ আটকে রাখায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক’দিন ধরেই কাঁদতে কাঁদতে তিনি প্রতিবেশীদের কাছে সাহায্য চাইছেন। তার আর্তি, ‘আমার দুই ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিন। তাদের ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারব না।” স্থানীয় মানুষও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনিক স্তরে হস্তক্ষেপ করে দ্রুত দুই ভাইকে মুক্ত করার দাবি জানিয়েছেন তারা। গ্রামের বাসিন্দাদের মতে, নিরীহ পরিশ্রমী যুবকদের এইভাবে আটক রাখা একেবারেই অমানবিক ও নিন্দনীয়।