‘মায়ের ভালবাসা’, হৃদয় ছুঁয়ে গেল সেই দৃশ্য! সন্তান পড়ে যেতেই শুঁড় দিয়ে টেনে তুলল মা হাতি, তাকিয়ে দেখলেন সবাই

Last Updated:
এক হস্তিশাবক রাস্তার উঁচুতে উঠতে না পেরে পড়ে গিয়ে ডিগবাজি খায়। তখন মা হাতি শুঁড় দিয়ে ঠেলে ও টেনে শাবকটিকে উঠিয়ে আনে।
1/5
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে বেরিয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে সোমবার সকালে সাঁকরাইল ব্লকের বালিভাষা জঙ্গলের দিকে রওনা দেয় প্রায় ১২ টি হাতির একটি দল।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে বেরিয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে সোমবার সকালে সাঁকরাইল ব্লকের বালিভাষা জঙ্গলের দিকে রওনা দেয় প্রায় ১২ টি হাতির একটি দল। (ছবি ও তথ্য - রাজু সিং)
advertisement
2/5
দলে বড় হাতির পাশাপাশি একাধিক হস্তিশাবকও ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাতির দলটি সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গা এলাকায় ধানচাষের জমি পা মাড়িয়ে লন্ডভন্ড করা পর পিচ রাস্তা পার হতে গিয়ে সমস্যায় পড়ে।
দলে বড় হাতির পাশাপাশি একাধিক হস্তিশাবকও ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাতির দলটি সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গা এলাকায় ধানচাষের জমি পা মাড়িয়ে লন্ডভন্ড করা পর পিচ রাস্তা পার হতে গিয়ে সমস্যায় পড়ে। (ছবি ও তথ্য - রাজু সিং)
advertisement
3/5
রাস্তা পার হওয়ার সময় এক হস্তিশাবক রাস্তার উঁচুতে উঠতে না পেরে পড়ে গিয়ে ডিগবাজি খায়। তখন মা হাতি শুঁড় দিয়ে ঠেলে ও টেনে শাবকটিকে উঠিয়ে আনে। পরে আবার রাস্তা নামার সময়ও শাবকটি পড়ে যায়।
রাস্তা পার হওয়ার সময় এক হস্তিশাবক রাস্তার উঁচুতে উঠতে না পেরে পড়ে গিয়ে ডিগবাজি খায়। তখন মা হাতি শুঁড় দিয়ে ঠেলে ও টেনে শাবকটিকে উঠিয়ে আনে। পরে আবার রাস্তা নামার সময়ও শাবকটি পড়ে যায়। (ছবি ও তথ্য - রাজু সিং)
advertisement
4/5
অবশেষে মা হাতির সহায়তায় উঠতে সক্ষম হয় এবং পুরো দলটি হাঁড়িভাঙ্গার জঙ্গলে প্রবেশ করে। হাতির দলটি চাষের জমির ওপর দিয়ে আসার ফলে একাধিক কৃষকের ধানচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবশেষে মা হাতির সহায়তায় উঠতে সক্ষম হয় এবং পুরো দলটি হাঁড়িভাঙ্গার জঙ্গলে প্রবেশ করে। হাতির দলটি চাষের জমির ওপর দিয়ে আসার ফলে একাধিক কৃষকের ধানচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। (ছবি ও তথ্য - রাজু সিং)
advertisement
5/5
ঘটনায় আতঙ্কিত হলেও স্থানীয় বাসিন্দারা, মা হাতির শাবককে রক্ষা করার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়েছেন।
ঘটনায় আতঙ্কিত হলেও স্থানীয় বাসিন্দারা, মা হাতির শাবককে রক্ষা করার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়েছেন। (ছবি ও তথ্য - রাজু সিং)
advertisement
advertisement
advertisement