আরও পড়ুন: খসে পড়ছে প্লাস্টার, ছাদ গিয়েছে ভেঙে, কৃষ্ণগঞ্জের আবেগ রবীন্দ্রভবন আজ অবহেলায়
ঠিক তেমনই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে কৃষ্ণগঞ্জের বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের দেওয়া হল আপৎকালীন এবং জরুরী ভিত্তিতে করনীয় বিশেষ কিছু প্রশিক্ষণ। কোনও মানুষ হঠাৎই বিপদে পড়লে কিভাবে প্রাথমিক পর্যায়ে সেই বিপদ থেকে অন্যান্যরা তাকে সাময়িকভাবে বাঁচাতে পারবে এছাড়াও কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কিভাবে জরুরি বিভাগের কর্মকর্তারা এসে পৌঁছানোর আগে সাধারণ মানুষেরাই নিজেদের বিপদ নিজেরা কিছুটা হলেও ঠেকাতে পারবেন তারই প্রশিক্ষণ দেওয়া হল এই শিবিরে।
advertisement
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে প্রাচীন ভাষা, শান্তিপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সংস্কৃত সম্ভাষণের আয়োজন
স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেকেই এই প্রশিক্ষণ শিবিরে খুশি। তারা জানান এই প্রশিক্ষণের ফলে কোন মানুষ বিপদে পড়লে বিপর্যয় মোকাবিলা দফতর কিংবা অন্যান্য কর্মকর্তারা আসার আগে সাময়িকভাবে বিপদ ঠেকাতে তারা কিছুটা হলেও সক্ষম হবে। যার ফলে হয়তো বেঁচে যাবেন বিপদগ্রস্ত মানুষেরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Mainak Debnath