Nadia News: খসে পড়ছে প্লাস্টার, ছাদ গিয়েছে ভেঙে, কৃষ্ণগঞ্জের আবেগ রবীন্দ্রভবন আজ অবহেলায়
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
কৃষ্ণগঞ্জ এর আবেগের রবীন্দ্রভবন আজ অবহেলায়। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে কৃষ্ণগঞ্জের এই সাংস্কৃতিক মঞ্চ।
কৃষ্ণগঞ্জ: খসে পড়ছে প্লাস্টার, ছাদ গিয়েছে ভেঙে। কৃষ্ণগঞ্জ এর আবেগের রবীন্দ্রভবন আজ অবহেলায়। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে কৃষ্ণগঞ্জের রবীন্দ্রভবন। বর্তমানে কলেজ রোডে এই ভবন ভঙ্গ প্রায় ভিতর ও বাইরে প্লাস্টার খসে পড়ছে। প্রতিনিয়ত খুলে পড়ে যাচ্ছে সিলিং, চতুর্দিকে আবর্জনা ও বৈদ্যুতিক ব্যবস্থা হয়ে গিয়েছে নষ্ট। এলাকার সাধারণ মানুষ এই আবেগের রবীন্দ্রভবনকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার অনুরোধ করছে পশ্চিমবঙ্গ সরকার তথা কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি কাছে।
কৃষ্ণগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা অমিত প্রামাণিক বলেন, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি পূর্বে এই রবীন্দ্র ভবনের দায়িত্বে থাকত। রবীন্দ্র ভবন ছিল সাধারণ মানুষের কাছে আবেগের ভবন। পূর্বে এই ভবনটিকে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংস্থা ভাড়া নিত এবং তাদের কার্য সম্পন্ন করত এই ভবনের ভিতরে। তিনি জানান, এখানে বিভিন্ন রকম কর্মসূচি হত নাচ, গান ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। কিন্তু বর্তমান অবস্থা এত বেহাল হয়ে পড়েছে, যে প্রতিনিয়ত ছাদ ভেঙে পড়ছে, জানলা ভেঙে পড়ছে, ও খসে পড়ছে প্লাস্টার। এমনকি তিনি আরও বলেছেন, এই ভবনে দুষ্কৃতীদের বসবাস দিনের পর দিন বেড়েই চলেছে। তাই তিনি সুস্থ সামাজিক পরিস্থিতি নষ্ট হওয়ার বিরুদ্ধে পুনরায় আগের মত ভবনকে নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস বর্তমান পরিস্থিতি দেখে বলেন, নতুন পঞ্চায়েত সমিতি আসার পর তারা পুনরায় রবীন্দ্র ভবন সারানোর চেষ্টা করছেন। তিনি জানান, পুরো রবীন্দ্র ভবন সারাতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। তাই তারা একেবারে ভবনটিকে পুনর্নির্মাণ করতে পারবেন না। এক একটি দিক ঠিক করার চেষ্টা করছেন তারা। বর্তমানে ৬ লক্ষ টাকার স্কিম ধার্য করা হয়েছে এই ভবনটির জন্য। এই স্কিমটি দিয়ে প্রথমত উপরের টিন সারানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরো জানান মাস খানিক পর থেকেই রবীন্দ্রভবনকে পুনরায় সারানোর প্রথম কার্য শুরু হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় মানুষ পুনরায় তাদের আবেগের জায়গাটি ফিরে পাওয়ার আশায় রয়েছে।
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 3:40 PM IST