Date Palm Juice: খেজুরের রস কীভাবে গাছ থেকে সংগ্রহ করা হয় জানেন? হাড়ি কেন বাঁধা হয়? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Date Palm Juice: খেজুরের রস ছাড়া গুড় তৈরি হবে না! কিন্তু এই রস সংগ্রহ করতে হলে কী করতে হয় জানেন?
মাজদিয়া: দেখতে দেখতে এসে গিয়েছে শীতকাল। আর শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে রান্না হবে, পিঠে পুলি পাটিসাপটা আরও কত কি! তবে শীতের মরশুমে সব থেকে জনপ্রিয় হল নলেন গুড়। বিভিন্ন পিঠে পুলি বানাতে কিংবা মিষ্টি, রসগোল্লা, সন্দেশ এমনকি বর্তমানে আইসক্রিম পর্যন্ত বানাতে নলেন গুড়ের ভূমিকা অপরিহার্য। তবে এই নলেন গুড় বাংলার সব জেলাতে পাওয়া যায় না। যেই বিশেষ দু তিনটি জেলাতে পাওয়া যায় তার মধ্যে নদিয়া অন্যতম।
নদিয়ার মাজদিয়ায় প্রত্যেক শীতকালে বসে গুড়েরহাট। এই নলেন গুড়ের হাট নদীয়া জেলার মাজদিয়া বাদ দিলে আর খুব বেশি জায়গায় দেখতে পাওয়া যায় না। মাজদিয়ার গুড় জগৎজোড়া বিখ্যাত। এই নলেন গুড় বর্তমানে টিউবজাত করে পাড়ি দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশেও। আর সেই কারণেই প্রত্যেক বছরই এই গুড়ের চাহিদা বেড়েই চলেছে ধীরে ধীরে।
advertisement
আর সেই কারণেই শীতকাল আসতে না আসতেই শিউলিরা এসে হাজির হয়েছে মাজদিয়ার বিভিন্ন মাঠে-ঘাটে। শিউলি, অর্থাৎ যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জ্বাল দিয়ে প্রস্তুত করে সুস্বাদু এই নলেন গুড়। শীতকালে প্রতিবছরই এই সময়টিতে তারা বিভিন্ন খেজুর গাছ ধরে রাখেন। বেলা শেষে গাছের উপরে উঠে গাছের আগা কিছুটা খুড়ে দিয়ে তার ওপর দড়ি দিয়ে বেধে দেয় মাটির হাড়ি।
advertisement
advertisement
এরপর সারা রাত ধরে শিশির ও কুয়াশার খেলায় ফোঁটা ফোঁটা করে খেজুরের গাছ থেকে রস গড়িয়ে পড়ে সেই মাটির হাড়িগুলিতে। এরপর ভোরবেলা হলেই শিউলিরা যায় খেজুরের রস ভর্তি সেই হাঁড়িগুলি সংগ্রহ করতে। এরপর সেই রস জ্বাল দিয়েই তৈরি করা হয় সুস্বাদু এই নলেন গুড়। আর শীতকাল পড়তেই এ বছর আগেভাগেই তারা এসে রস সংগ্রহ করতে লেগে পড়েছেন কিছুটা বাড়তি লাভের আশাতেই। কারণ সারা বছর ধরে তার অপেক্ষা করে থাকেন এই মরশুমের জন্যেই।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 7:40 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Date Palm Juice: খেজুরের রস কীভাবে গাছ থেকে সংগ্রহ করা হয় জানেন? হাড়ি কেন বাঁধা হয়? জানুন