TRENDING:

Bankura News: রেলপথে বাঁকুড়া থেকে দুর্গাপুর? লক্ষ লক্ষ টাকা বরাদ্দ, জানালেন সাংসদ 

Last Updated:

বাঁকুড়া থেকে দুর্গাপুর সংযোগস্থলের জন্য মন্ত্রীর কাছে বসে ৭০ লক্ষ টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন সৌমিত্র খাঁ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ১৮ জুলাই জয়রামবাটি পর্যন্ত ট্রেন চালু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে, এমনটাই বলছেন বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ। খুশির খবরটি জানিয়েছেন সাংসদ নিজেই। এছাড়াও জানিয়েছেন আরও একটি দুর্দান্ত খবর জেলা বাঁকুড়ার জন্য।
বৈঠক 
বৈঠক 
advertisement

এর আগে সৌমিত্র খাঁ বলেছিলেন “বাঁকুড়ার বিষ্ণুপুর-জয়রামবাটি এক সূত্রে গাঁথা হবে”। গোপীনাথপুর জয়রামবাটি শাখায় পরীক্ষা মূলক ভাবে ট্রেন চলার বিষয়ে সংসদে বক্তব্য রাখেন সাসংদ সৌমিত্র খাঁ! তিনি বলেন, ” গর্বের দিন। মা সারদার জন্মভূমিতে চলবে ট্রেন। আমরা আপ্লুত।”

আরও পড়ুন: ১ ফোঁটা চোখের জলেই নিষ্ক্রিয় ২৬ টি সাপের বিষ! বিশ্বের সবচেয়ে দামী অশ্রু কোন প্রাণীর বলুন তো? সবার চেনা, তবু ৯৯% ভুল উত্তর দিয়েছেন

advertisement

তিনি বলেন জয়রামবাটি পর্যন্ত ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই আগামী ১৮  জুলাই সুচনা হবে। তিনি বলেন, সবচেয়ে আনন্দের বিষয় হল যেভাবে বাঁকুড়া, পুরুলিয়ার মানুষ হাওড়া পর্যন্ত ট্রেন পেয়েছেন ভায়া মসাগ্রাম ও সোনামুখী , ঠিক সেই ভাবেই বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রে্লপথ তৈরি হবে বলেও জানান। এই কাজে প্রাথমিকভাবে ৭০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছ বলেও সৌমিত্র খাঁ জানান।

advertisement

View More

বিষ্ণুপুরের সাংসদ বলেন, “আজ খুব আনন্দের বিষয় যে বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রেলপথের জন্য DPR তৈরি হচ্ছে।” তিনি এজন্য রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “আমার গ্রাম দুর্লভপুর পর্যন্ত যাতে ভবিষ্যতে ট্রেন যায় সেই বিষয়ে রেলমন্ত্রীকে আমি অবেদনও করেছি।”

আরও পড়ুন: এখনও ফাঁড়া কাটেনি নিম্নচাপের! ফের কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টি? শুক্র থেকে বুধ, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

advertisement

খুশির এক আবহাওয়া তৈরি হয়েছে বাঁকুড়া জেলায়। বহু প্রতীক্ষিত রেললাইনগুলি ধীরে ধীরে বাস্তবতায় পরিণত হচ্ছে। জয়রামবাটি এবং বিষ্ণুপুর একসূত্রে গাঁথা হয়ে গেলে, বেলিয়াতোড় থেকে দুর্গাপুর হতে কত সময় লাগে তার দিকে চোখ থাকবে সাধারণ মানুষের।

সেরা ভিডিও

আরও দেখুন
যোগ ব্যায়ামেই ক্যানসার জয়ী..! দূর-দূরান্তের রোগীদের আজ 'আলো' দেখাচ্ছেন তিমিরবরণ! কী ভাবে?
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: রেলপথে বাঁকুড়া থেকে দুর্গাপুর? লক্ষ লক্ষ টাকা বরাদ্দ, জানালেন সাংসদ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল