Low Pressure: এখনও ফাঁড়া কাটেনি নিম্নচাপের! ফের কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টি? শুক্র থেকে বুধ, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Low Pressure: নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে। বর্তমানে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড ও লাগোয়া এলাকায়। মৌসুমী অক্ষরেখা আলিগড় ডালটনগঞ্জের পর দিঘা হয়ে দক্ষিন পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।
advertisement
দক্ষিণবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
উত্তরবঙ্গে রবিবার থেকে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। মালদা; উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে। কোনও কোনও জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
advertisement
সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে।
advertisement
