কয়েক মাস আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে বাঁকুড়ার রানিবাঁধের রুদড়া থেকে ঢড়িবেড়া মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়। ওই পিচ রাস্তা তৈরির কাজের মধ্যে বনগোড়া গ্রাম লাগোয়া এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে।
advertisement
বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির কাজ ঢিমে তালে হওয়ায় ও বর্ষার মুখে প্রকল্পের কাজ শুরু হওয়ায় ওই কালভার্ট দিয়ে জল যাতায়াত বন্ধের জেরে রাস্তা সহ কয়েক বিঘা জমি জলের তলায়। যার জেরে ভোগান্তির শিকার স্থানীয় মানুষজন থেকে এলাকার চাষিরা। ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় দেউলভিড়া, বনগড়া, ধানাড়া, সারেশডাঙ্গা সহ বহু গ্রামের বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগ, নির্মীয়মাণ কালভার্টের মধ্যে জল নিকাশি না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ৬০ বিঘা জমি জলের তলায় রয়েছে। অনেকের বীজতলার ক্ষতি হয়েছে। জমির জল নেমে কবে থেকে চাষ শুরু হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন এলাকার চাষিরা। একই সঙ্গে বিগত কয়েক দিন ধরে রাস্তার ওপর জল বইছে। রাস্তার মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। কয়েক মাস আগে কাজ শুরু হলেও, খুব ঢিমেতালে কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে রানিবাঁধ পঞ্চায়েত সভাপতি ভীমসেন মন্ডল বলেন, বাসিন্দাদের দাবি মত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। কালভার্টের কাজ প্রায় শেষের মুখে, অতিরিক্ত বর্ষণের ফলে সমস্যা হয়েছে, তবে খুব শীঘ্রই কালভার্ট দিয়ে জল যাতায়াত হবে। তবে ঢিমেতালে কাজের অভিযোগ ঠিক নয়। নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে কাজ চলছে। আগামী নভেম্বর মাসের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ করার নির্দেশ রয়েছে।
নীলাঞ্জন ব্যানার্জী





