Bankura Teacher: বাড়ির সবাই শিক্ষক, তবে ইনি একটু আলাদা...! ৭৩ বছরেও ক্লান্তি নেই, অবসর জীবন যেন আস্ত 'কুমোরটুলি', কাটছে বাটালি-হাতুড়িতে

Last Updated:

Bankura Teacher: ৭৩ বছরের প্রাক্তন স্কুল শিক্ষক বিকাশ রায় এখনও একইভাবে নিজের নেশায় মগ্ন। কী করছেন জানলে আপনিও অবাক হবেন

+
কাঠ

কাঠ শিল্পে মগ্ন প্রাক্তন শিক্ষক

বিষ্ণুপুর, বাঁকুড়া: নিজের বাড়িতেই বাটালি আর হাতুড়ি দিয়ে কাঠের উপর ঘামাচ্ছেন ৭৩ বছরের এক বৃদ্ধ। তার বাড়িটিকে বানিয়ে ফেলেছেন একেবারে আস্ত একখানা মিউজিয়াম বা আর্ট গ্যালারি। এই ব্যক্তির বাড়িতে ঢুকলেই আপনি অবাক হবেন। যখন তিনি স্কুলে পড়তেন তখন তিনি থাকতেন কলকাতার বাগবাজারে। তার পাশেই রয়েছে কুমোরটুলি। স্কুল ছুটির পর তিনি সোজা যেতেন সেই কুমোরটুলিতে এবং সেখানকার শিল্পীদের কাজের অনুপ্রেরণায় আজও থেমে নেই ৭৩ বছরের এই বৃদ্ধ।
বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের বাসিন্দা ৭৩ বছরের প্রাক্তন স্কুল শিক্ষক বিকাশ রায় এখনও একইভাবে নিজের নেশায় মগ্ন। তিনি এই বয়সেও একইভাবে বানিয়ে চলেছেন বিভিন্ন রকমের কাঠের কাজ, বাড়ির দেওয়ালে সাজান রয়েছে বিভিন্ন রকমের কাঠের দেবদেবীর মূর্তি, বিকাশ বাবুর সূক্ষ্ম নিপুণ হাতের কাজে মুগ্ধ হবেন আপনি। একেবারে কাঠের উপরে মূর্তি ও পুতুল বানিয়ে সকলকে তাক লাগিয়েছেন বিকাশ বাবু।
advertisement
advertisement
যেখানে দেখা যায় কর্মজীবন বা শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর আর পাঁচটা মানুষ বাড়িতে বসে রয়েছেন সেই জায়গা থেকে একেবারে আলাদা ৭৩ বছরের এই বিকাশ বাবু। এখন তার সঙ্গী কাঠ, বাটালি ও হাতুড়ি ওই নিয়েই রয়েছেন এই প্রাক্তন স্কুল শিক্ষক। আরও একটা বিষয় জানলে আপনারা অবাক হবেন বিকাশ বাবুর বাড়িতে সবাই শিক্ষকতা করেন। বিকাশ বাবুর বাবা শিক্ষক ছিলেন, বিকাশ বাবু শিক্ষক ছিলেন এবং তার ছেলেরাও এখন শিক্ষকতা করছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিকাশবাবু এই বয়সেও যে এইভাবে নিজের প্রতিভাকে টিকিয়ে রেখেছেন সেটা আর পাঁচটা বয়স্ক মানুষদেরকে অবাক করারই বিষয়। বিকাশ বাবু কাঠের উপর পুতুল, মূর্তি বানানোর পাশাপাশি বেহালা ও গিটারও বাজান। বর্তমানে বিকাশ বাবুর কাছে গিটার শেখার জন্য এখন অনেক ছেলেমেয়েরাও আসছেন তার বাড়িতে।
advertisement
অনিকেত বাউরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Teacher: বাড়ির সবাই শিক্ষক, তবে ইনি একটু আলাদা...! ৭৩ বছরেও ক্লান্তি নেই, অবসর জীবন যেন আস্ত 'কুমোরটুলি', কাটছে বাটালি-হাতুড়িতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement