তবে জেলার এই ছোট্ট দোকানটিতে আপনারা পাবেন ১৬ রকমের চা। দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার মাঝে অন্যতম জনপদ বেলিয়াতোড়। আর আপনাদের অনেকেরই এই জায়গার নাম শুনলে মনে পড়বে বিখ্যাত ম্যাচা সন্দেশের কথা। এই মাটিতেই জন্ম বিশ্ববরেণ্য চিত্রশিল্পী যামিনী রায়ের। এবার এই বেলিয়াতোড়ে আপনি পাবেন উটের দুধের চা।
আরও পড়ুন : ভরা বর্ষায় মাছ ধরা বন্ধ, সংসার চালাতে ধার করছেন মৎস্যজীবীরা! আবহাওয়া করছে সর্বনাশ
advertisement
যা স্বাদে গন্ধে অতুলনীয়। কি অবাক হচ্ছেন তো? অবাক হলেও এটাই বাস্তব। এখানেই পাওয়া যাচ্ছে উটের দুধের চা সহ ১৬ প্রকারের চা। বাঁকুড়া-দুর্গাপুর ব্যস্ততম রাজ্য সড়কের পাশে এবং বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেন গেটের ঠিক পাশেই ছোট্ট একটি চায়ের দোকান। যেখানে বড় বড় করে লেখা আছে বাড়িয়া চা।
আরও পড়ুন : ছাদ নাকি ফলের বাগান, ধরতেই পারবেন না! ধন্য যত্ন… ছবি না দেখলে বিশ্বাস হবে না
এই দোকানেই আপনি পেয়ে যাবেন উটের দুধের চা সহ কেশর, মালাই, চকলেট, ভেনিলা, চা। এছাড়াও বিভিন্ন রকমের চা এখানে পাবেন। এই দোকানে আপনি ১০ টাকা থেকে শুরু করে ১৯০ টাকা দামের চা পাবেন।
বেলিয়াতোড়ের এই চা বিক্রেতা বলেন সব জায়গায় তো সাধারণ চা পাওয়া যায়। আমি মানুষকে একটু অন্যরকম অন্য স্বাদের চা খাওয়ানোর প্রচেষ্টা করেছি। এই দোকানে এত রকম চায়ের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ‘উটের দুধের চা’। যা স্বাদে গন্ধে অতুলনীয়। এই দোকানে সকাল সন্ধ্যা ভিড় জমাচ্ছেন বহু চা প্রেমীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেলিয়াতোড়ের এই রাস্তা দিয়ে গেলে আপনিও এর স্বাদ নিয়ে আসতেই পারেন। রাজস্থান না গিয়েও আপনি এখানে উটের দুধের চায়ের স্বাদ নিতেই পারেন।