ছাদ নাকি ফলের বাগান, ধরতেই পারবেন না! ধন্য যত্ন... ছবি না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:
স্কুলের ফাঁকা ছাদ জুড়ে নানা ফলের সমাহার, এত গাছের আগমনের কারণ অবাক করবে। ছাদ, নাকি ফলের বাগান, ধরতে পারবেন না।
1/6
বিদ্যালয়ের ছাদ, নাকি ফলের বাগান! প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না। খোলা ছাদে চাষ করা হয়েছে একাধিক ফল। লেবু থেকে আতা, ড্রাগন কী নেই সেখানে? অভিনব এমন এক আয়োজন অত্যন্ত গ্রামের এক বিদ্যালয়ে। ছবির মত সাজানো এই উচ্চমাধ্যমিক বিদ্যালয়। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বিদ্যালয়ের ছাদ, নাকি ফলের বাগান! প্রথম দেখায় কেউ বুঝতে পারবেন না। খোলা ছাদে চাষ করা হয়েছে একাধিক ফল। লেবু থেকে আতা, ড্রাগন কী নেই সেখানে? অভিনব এমন এক আয়োজন অত্যন্ত গ্রামের এক বিদ্যালয়ে। ছবির মত সাজান এই উচ্চমাধ্যমিক বিদ্যালয়। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
প্রত্যন্ত গ্রামীন এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে। খোলা ছাদের উপর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় তৈরি করা হয়েছে আস্ত এক ফলের বাগান। তবে বিনা মাটিতে কীভাবে ফলছে এত ফল? পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কিছুটা অন্তর লাগানো হয়েছে একাধিক ফলের গাছ। যার সম্পূর্ণ দেখাশোনা করে বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
প্রত্যন্ত গ্রামীন এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে। খোলা ছাদের উপর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় তৈরি করা হয়েছে আস্ত এক ফলের বাগান। তবে বিনা মাটিতে কীভাবে ফলছে এত ফল? পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কিছুটা অন্তর লাগান হয়েছে একাধিক ফলের গাছ। যার সম্পূর্ণ দেখাশোনা করে বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় ছোটখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ। স্কুলের ছাদ বাগান জুড়ে নানান ধরনের ফলের গাছ। রয়েছে ভেষজ বাগান। যেখানে রয়েছে হলুদ, আদা সহ নানান ধরনের ভেষজ গাছ। সেগুলিরও পরিচর্যা করে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরি সহ একাধিক শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় ছোটখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ। স্কুলের ছাদ বাগান জুড়ে নানান ধরনের ফলের গাছ। রয়েছে ভেষজ বাগান। যেখানে রয়েছে হলুদ, আদা সহ নানান ধরনের ভেষজ গাছ। সেগুলিরও পরিচর্যা করে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরি সহ একাধিক শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরীর বক্তব্য, ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীল মনোভাব, বৃক্ষরোপণ এবং বিভিন্ন হারিয়ে যাওয়া উদ্ভিদ সম্পর্কে ধারণা দিতে এবং ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে এই অভিনব ভাবনা। যেখানে জৈব পদ্ধতিতে বিদ্যালয়ের ছাদে লাগানো হয়েছে একাধিক ফলের গাছ। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরীর বক্তব্য, ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীল মনোভাব, বৃক্ষরোপণ এবং বিভিন্ন হারিয়ে যাওয়া উদ্ভিদ সম্পর্কে ধারণা দিতে এবং ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে এই অভিনব ভাবনা। যেখানে জৈব পদ্ধতিতে বিদ্যালয়ের ছাদে লাগান হয়েছে একাধিক ফলের গাছ। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
শুধু তাই নয় বিদ্যালয়ে ক্যাম্পাসে রয়েছে সবজির বাগান, সহ নানান জিনিস। সবুজে সবুজে সাজিয়ে তোলা হয়েছে স্কুল ক্যাম্পাস থেকে ছাদ। সেই ছাদেই পৌঁছে বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন, বিভিন্ন প্রজাতির লেবু সহ নানান ফল। নিয়মিত এর পরিচর্যা করে ছাত্র-ছাত্রীরা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
শুধু তাই নয়, বিদ্যালয়ে ক্যাম্পাসে রয়েছে সবজির বাগান, সহ নানান জিনিস। সবুজে সবুজে সাজিয়ে তোলা হয়েছে স্কুল ক্যাম্পাস থেকে ছাদ। সেই ছাদেই পৌঁছে বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন, বিভিন্ন প্রজাতির লেবু সহ নানান ফল। নিয়মিত এর পরিচর্যা করে ছাত্র-ছাত্রীরা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
শুধু তথাকথিত পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ এবং সবুজের প্রতি ভালোবাসা ও কৃষিতে আরও বেশি মনোযোগী করে তুলতে এই আয়োজন বিদ্যালয়ের।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
শুধু তথাকথিত পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ এবং সবুজের প্রতি ভালবাসা ও কৃষিতে আরও বেশি মনোযোগী করে তুলতে এই আয়োজন বিদ্যালয়ের। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement