ছাদ নাকি ফলের বাগান, ধরতেই পারবেন না! ধন্য যত্ন... ছবি না দেখলে বিশ্বাস হবে না
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
স্কুলের ফাঁকা ছাদ জুড়ে নানা ফলের সমাহার, এত গাছের আগমনের কারণ অবাক করবে। ছাদ, নাকি ফলের বাগান, ধরতে পারবেন না।
advertisement
প্রত্যন্ত গ্রামীন এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে। খোলা ছাদের উপর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় তৈরি করা হয়েছে আস্ত এক ফলের বাগান। তবে বিনা মাটিতে কীভাবে ফলছে এত ফল? পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কিছুটা অন্তর লাগান হয়েছে একাধিক ফলের গাছ। যার সম্পূর্ণ দেখাশোনা করে বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় ছোটখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ। স্কুলের ছাদ বাগান জুড়ে নানান ধরনের ফলের গাছ। রয়েছে ভেষজ বাগান। যেখানে রয়েছে হলুদ, আদা সহ নানান ধরনের ভেষজ গাছ। সেগুলিরও পরিচর্যা করে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরি সহ একাধিক শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement