জানা গিয়েছে, বারবার সরকারি দফতরে আবেদন জানিয়েও মিলছে না সুরাহা। প্রতিবন্ধী হয়েও মিলছে না রাজ্য সরকারের মানবিক ভাতা থেকে কোনও সুবিধা। অভিযোগ, আগে মানবিক ভাতা মিললেও বন্ধ হয়েছে বছর খানেক হল। বিভিন্ন জায়গায় গিয়েও হচ্ছে না সরকারি কাগজের কাজ। সেই মৃত বলেই রয়ে গিয়েছে।
আরও পড়ুন: সইফের মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ঢুকেছিল এই ৩ ইঞ্চি ধারালো ছুরি, গল গল করে বেরোচ্ছিল রক্ত!
advertisement
যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, মনে রাখবেন আপনার কাছে পরিচয়পত্র থাকলেও একবার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে ভোট দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আগেভাগে ভোটার তালিকায় আপনার নাম তুলুন। সেই ক্ষেত্রে এখানে আগে অভিয়োগ করুন। পরে দ্রুত নাম তোলার জন্য নীচের পদ্ধতি অবলম্বন করুন।
আরও পড়ুন: শুধু সইফ নয়, টার্গেট শাহরুখও! একই হামলাকারী রেইকি করে ‘মন্নত’-এও, চাঞ্চল্যকর দাবি পুলিশের
আপনি চাইলে অনলাইনে অভিযোগ করতে পারেন–
ভোটের আগে লিস্ট থেকে নাম বাদ গেলে আপনাকে প্রথমে এখানে অভিযোগ করতে হবে। এই অভিযোগ আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন। অনলাইনে এই অভিযোগ করতে প্রথমে আপনাকে National Voter Service Portal (NVSP) https://voters.eci.gov.in/ যেতে হবে। পরে এবার আপনাকে দ্বিতীয় পর্বে ‘Register Complaint’ অথবা ‘Share Suggestion’-এ ক্লিক করতে হবে।
এরপরেই এবার এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর পরেই যদি আপনার এখানে আগেই অ্য়াকাউন্ট থাকে, তবে ফের লগ ইন। এর পরেই এবার আপনি এখানে আপনার অভিযোগ জমা করতে পারেন।
আপনি বুথ লেভেল অফিসারের কাছে বলুন–
একবার অভিযোগ জানানোর পরে আপনি আপনার এলাকার বুথ লেভেল অফিসারের বা BLO-এর সঙ্গে দেখা করুন। অফিসারের কাছে আপনি ফর্ম ৬ জমা দিন। এতে আপনার পাসপোর্ট সাইজের ফটো ও কিছু নথি দিতে হবে। এরপরই আপনার নাম ভোটার তালিকায় ফের উঠে যাবে।
কৌশিক অধিকারী





