Saif Ali Khan Shah Rukh Khan: শুধু সইফ নয়, টার্গেট শাহরুখও! একই হামলাকারী রেইকি করে 'মন্নত'-এও, চাঞ্চল্যকর দাবি পুলিশের

Last Updated:

Saif Ali Khan Shah Rukh Khan: কী মারাত্মক খবর। সইফ আলি খানের হামলাকারীর টার্গেটে রয়েছেন শাহরুখ খানও। মুম্বই পুলিশের দাবি, সইফের হামলাকারীই শাহরুখের মন্নতে ঢোকার চেষ্টা করেছিল।

সইফ ও শাহরুখ
সইফ ও শাহরুখ
মুম্বই: কী মারাত্মক খবর। সইফ আলি খানের হামলাকারীর টার্গেটে রয়েছেন শাহরুখ খানও। মুম্বই পুলিশের দাবি, সইফের হামলাকারীই শাহরুখের মন্নতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু জোরদার নিরাপত্তার কারণে মন্নতে ঢুকতে পারেনি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে একই হামলাকারীর মুখ। ইতিমধ্যেই অভিনেতাকে নিয়ে তোলপাড় বলিউড৷ খবর পেয়ে সব কাজ পেয়ে লীলাবতী হাসপাতালে বন্ধুকে দেখতে ছুটে এলেন শাহরুখ খান৷ দীর্ঘ ৪ দশকের বন্ধুর এই অবস্থার কথা শুনেই বন্ধুর পাশে এসে দাঁড়ালেন বলিউডের বাদশা।
বৃহস্পতিবার ভোররাতে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েন বলিউডের স্বনামধন্য অভিনেতা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। গোটা দেশ তোলপাড় সইফের উপর হামলার খবরে।
এখন কেমন আছেন সইফ আলি খান? হাত, ঘাড়, পিঠে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফ আলি খানকে। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেনে যাচ্ছিলেন ৫৭০১১৪ যাত্রী, প্রত্যেকের হল মোটা অঙ্কের জরিমানা! কেন জানেন?
সইফের নিউরো সার্জারি করা হয়েছে। সইফের নিউরো সার্জেন নীতিন দাঙ্গে জানিয়েছেন, তাঁর পিঠে থোরাসিক স্পাইনাল কর্ডের পাশ থেকে ২-৩ ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে। তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর স্পাইনাল ফ্লুইড (মেরুদণ্ডের রস) বেরোতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এই অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে, স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
advertisement
আরও পড়ুন: আপনি কি মাছের কাঁটা চিবিয়ে খেয়ে ফেলেন? জানেন এটি শরীরে গেলে কী হয়? জানুন চিকিৎসকের মত
সইফ আলি খানের শরীরের ৬ জায়গায় জখম রয়েছে। অভিনেতার সহযোগী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চিকিৎসকদেরও। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ধন্যবাদ জানাতে চাই লীলাবতী হাসপাতালের চিকিৎসক দলকে। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানাতে চাই, এই সময় প্রার্থনা করেছেন তাঁরা।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan Shah Rukh Khan: শুধু সইফ নয়, টার্গেট শাহরুখও! একই হামলাকারী রেইকি করে 'মন্নত'-এও, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement