Indian Railways: ট্রেনে যাচ্ছিলেন ৫৭০১১৪ যাত্রী, প্রত্যেকের হল মোটা অঙ্কের জরিমানা! কেন জানেন?

Last Updated:

Indian Railways: কড়া অভিযান চালাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল, ধরা পড়লেন ৫৭০১১৪ জন যাত্রী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত টিকিটবিহীন যাত্রীদের প্রায় ৫.৭০ লক্ষ মামলা থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ৪৮.১১ কোটিরও বেশি টাকা সংগ্রহ হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সমস্ত যাত্রীদের জন্য ঝামেলামুক্ত এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য নিয়মিত, সঘনায় টিকিট চেকিং অভিযান চালিয়ে আসছে।
এই অভিযানগুলির লক্ষ্য টিকিটবিহীন এবং অনিয়মিত ভ্রমণ রোধ করা, যা প্রকৃত যাত্রীদের অসুবিধার কারণ হয়। এপ্রিল থেকে ডিসেম্বর ২০২৪-এর সময়কালে, মোট ৫,৭০,১৪১টি টিকিটবিহীন বা অনিয়মিত ভ্রমণের মামলা ধরা পড়েছে। এই ধরনের টিকিট চেকিং এবং অভিযানের ফলে ভাড়া আদায় এবং অননুমোদিত ভ্রমণকারীদের উপর জরিমানা আরোপ করে প্রায় ৪৮.১১ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করা হয়।
advertisement
আরও পড়ুন: আপনি কি মাছের কাঁটা চিবিয়ে খেয়ে ফেলেন? জানেন এটি শরীরে গেলে কী হয়? জানুন চিকিৎসকের মত
একই সময়ে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ম্যাজিস্ট্রেটদের সহায়তায় অননুমোদিত যাত্রীদের বিরুদ্ধে আটটি আকস্মিক টিকিট চেকিং অভিযান চালায়। ফলস্বরূপ, ৪৪৮ জন ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানো হয়, যার মধ্যে ৩৮০ জনকে রেলওয়ে আইনের বিধি উলঙ্ঘন করতে পাওয়া গিয়েছে। তাদের সেই অনুযায়ী জরিমানা করা হয়, এই অভিযানের সময় সংগৃহীত মোট পরিমাণ ছিল প্রায় ২.১৩ লক্ষ টাকা। জরিমানার মধ্যে ভাড়া, জরিমানা চার্জ এবং সরকারি শুল্ক অন্তর্ভুক্ত ছিল। সঠিক টিকিট ছাড়া বা অনুমোদিত দূরত্বের বাইরে ভ্রমণ করা যাত্রীদের অতিরিক্ত চার্জ এবং ভাড়া দিতে হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: বদহজম-ডায়াবেটিসের শত্রু ছোট্ট সুগন্ধি পাতা, ভেষজের জনক ভিটামিন A-C-K-র ভাণ্ডার! আপনি খান তো?
এই ক্ষেত্রে যেসব যাত্রীরা দাবি অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয় বা অস্বীকার করে, তারা রেলওয়ে আইন, ১৯৮৯-এর প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে বিচারের মুখোমুখি হতে পারে।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সাধারণ জনগণকে অনুরোধ জানায় যে অসুবিধা এড়াতে সঠিক ও বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করুণ এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন। এখন যাত্রীরা তাঁদের স্মার্ট ফোনে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের জন্য অসংরক্ষিত টিকিট কিনতে পারবেন। ইউটিএস অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা যেতে পারে।
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: ট্রেনে যাচ্ছিলেন ৫৭০১১৪ যাত্রী, প্রত্যেকের হল মোটা অঙ্কের জরিমানা! কেন জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement