Saif Ali Khan Attack Weapon: সইফের মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ঢুকেছিল এই ৩ ইঞ্চি ধারালো ছুরি, গল গল করে বেরোচ্ছিল রক্ত!

Last Updated:

Saif Ali Khan Attack Weapon: গুরুতর আহত-রক্তাক্ত অবস্থাতেও স্ট্রেচার নেননি সইফ আলি খান। তাঁর সহ্যশক্তি এবং সাহসে অবাক লীলাবতী হাসপাতালের চিকিৎসকরাও।

সইফের পিঠে ঢুকেছিল এই ছুরি
সইফের পিঠে ঢুকেছিল এই ছুরি
মুম্বই: বৃহস্পতিবার ভোররাতে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েন বলিউডের স্বনামধন্য অভিনেতা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। তারপর থেকেই অভিনেতাকে নিয়ে জোরালো জল্পনা চলছে৷
গুরুতর আহত-রক্তাক্ত অবস্থাতেও স্ট্রেচার নেননি সইফ আলি খান। তাঁর সহ্যশক্তি এবং সাহসে অবাক লীলাবতী হাসপাতালের চিকিৎসকরাও। শরীরে ৬ বার ছুরির গভীর আঘাতের পরও এত সহ্যশক্তি সইফ আলি খানের? রক্তে ভেসে যাওয়া সইফকে প্রথম দেখে চমকে ওঠেন হাসপাতালের কর্মীরা।
আরও পড়ুন: শুধু সইফ নয়, টার্গেট শাহরুখও! একই হামলাকারী রেইকি করে ‘মন্নত’-এও, চাঞ্চল্যকর দাবি পুলিশের
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের ডাক্তার নীতিন নারায়ণ ডাঙ্গে সাংবাদিকদের বলেন, ‘Walked in like a Lion’। তিনি জানান, সইফ হাসপাতালে এসেও স্ট্রেচার ব্যবহার করেননি। সরাসরি হেঁটে ঢোকেন। সঙ্গে ছিল তৈমুর। গলায় পিঠে ছুরির ক্ষত ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: পিঠ থেকে বেরিয়েছে ৩ ইঞ্চি লম্বা ছুরি, আড়াই ঘণ্টা অস্ত্রোপচার ‘ছোটে নবাব’-এর! তারপর?
মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ঢুকেছিল এই ৩ ইঞ্চি ধারালো ছুরিটি। স্বাভাবিকভাবেই বেশ রক্তপাত হচ্ছিল। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ ভয়, যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু সইফ গাড়ি থেকে নেমে নিজে হেঁটে চিকিৎসকদের কাছে যান। স্বাস্থ্যকর্মীরা বলছেন, ‘সত্যিই রিয়েল লাইফ হিরো’।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan Attack Weapon: সইফের মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ঢুকেছিল এই ৩ ইঞ্চি ধারালো ছুরি, গল গল করে বেরোচ্ছিল রক্ত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement