Saif Ali Khan Surgery Update: পিঠ থেকে বেরিয়েছে ৩ ইঞ্চি লম্বা ছুরি, আড়াই ঘণ্টা অস্ত্রোপচার 'ছোটে নবাব'-এর! তারপর?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan Surgery Update: এখন কেমন আছেন সইফ আলি খান? হাত, ঘাড়, পিঠে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফ আলি খানকে।
মুম্বই: বলিউডে বিরাট দুঃসংবাদ৷ বৃহস্পতিবার ভোররাতে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েন বলিউডের স্বনামধন্য অভিনেতা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। গোটা দেশ তোলপাড় সইফের উপর হামলার খবরে।
এখন কেমন আছেন সইফ আলি খান? হাত, ঘাড়, পিঠে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফ আলি খানকে। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে এ কী করে ফেলল বাংলাদেশের বিজিবি! চরম হুঁশিয়ারি বিএসএফ-এর! ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব ভারতের
সইফের নিউরো সার্জারি করা হয়েছে। সইফের নিউরো সার্জেন নীতিন দাঙ্গে জানিয়েছেন, তাঁর পিঠে থোরাসিক স্পাইনাল কর্ডের পাশ থেকে ২-৩ ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে। তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর স্পাইনাল ফ্লুইড (মেরুদণ্ডের রস) বেরোতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এই অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে, স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
advertisement
advertisement
VIDEO | Doctor Nitin Dange, Neurosurgeon at Lilavati Hospital, provides an update on actor Saif Ali Khan’s condition. Saif Ali Khan was admitted to the hospital after being attacked by an intruder early this morning at his Bandra home: Here’s what he said:
“Mr Saif Ali Khan was… pic.twitter.com/2mWNTBVzAb
— Press Trust of India (@PTI_News) January 16, 2025
advertisement
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিং অনুযায়ী ভারতের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় কারা? তালিকায় বাংলার কোন ইউনিভার্সিটি? দেখুন
সইফ আলি খানের শরীরের ৬ জায়গায় জখম রয়েছে। অভিনেতার সহযোগী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চিকিৎসকদেরও। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ধন্যবাদ জানাতে চাই লীলাবতী হাসপাতালের চিকিৎসক দলকে। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানাতে চাই, এই সময় প্রার্থনা করেছেন তাঁরা।’
advertisement
পরে হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর ঘাড়েও একটি আঘাত রয়েছে। রাত সাড়ে ৩টে নাগাদ বান্দ্রার বাড়িতে পৌঁছন সইফ আলি খান ও অমৃতা সিংহের ছেলে ইব্রাহিম আলি খান। তিনিই বাবাকে নিয়ে যান হাসপাতালে। পরে বৃহস্পতিবার দুপুরে বাবাকে দেখতে যান সারা আলি খান ও ইব্রাহিম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 2:23 PM IST