India Bangladesh Relation: সীমান্তে এ কী করে ফেলল বাংলাদেশের বিজিবি! চরম হুঁশিয়ারি বিএসএফ-এর! ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব ভারতের
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
India Bangladesh Relation: বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে। এই বঙ্গের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে বিএসএফের পক্ষ থেকে।
মুর্শিদাবাদ: বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে। এই বঙ্গের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে বিএসএফের পক্ষ থেকে। অন্যদিকে, রাতারাতি বাংলাদেশের বিজিবির ছাউনি তৈরি হয়ে গেল মুর্শিদাবাদের জলঙ্গীর ভারত-বাংলাদেশ সীমান্তে। তবে কি বাংলাদেশের অশান্তির আঁচ মুর্শিদাবাদের দোরগোড়ায়?
মুর্শিদাবাদ জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। জেলার জলঙ্গীর বিস্তীর্ণ এলাকা সীমান্তে ঘেরা। জলঙ্গীর ভারত-বাংলাদেশ সীমান্তের সরকারপাড়া এলাকার মানুষদের নজরে পড়ে বাংলাদেশের ভূখন্ডের মধ্যেই নতুন করে ছাউনি তৈরি করেছে বিজিবি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
আরও পড়ুন: অনবরত চুলকানি? কোন ভিটামিনের অভাবে গা-হাত-পা চুলকায় জানেন? বড় ক্ষতির আগে জানুন
চাষি সুজানুর শেখের অভিযোগ, ‘বাংলাদেশের যে ভূখণ্ডে হঠাৎ-ই সেনা ছাউনি তৈরি করেছে। বিজিবি যে জায়গায় সেনা ছাউনি তৈরি করেছে সেখানে আগে কোনও সেনা ছাউনি ছিল না। হঠাৎই রাতারাতি তৈরি করা হয়েছে এই সেনা ছাউনি।’ এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় কৃষকদের। এবার নতুন করে বাংলাদেশের বিজিবির ছাউনি তৈরি হওয়ায় উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা, কারণ সীমান্তে যদি চাষ করতে যাওয়া হয় তাহলে আবার সমস্যার সম্মুখীন হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের থোড় এক ভয়ানক রোগের চরম শত্রু! জানতেন?
এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে সমস্যা হত। তবে বিএসএফের সমঝোতার কারণে তা অনেকটাই সমাধান হয়েছে। যদিও অন্য এক চাষি নজরুল মণ্ডলের দাবি, বাংলাদেশের অশান্তির আঁচ এবার মুর্শিদাবাদের দোরগোড়ায়? আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই বিষয়টি তাঁদের জানা। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই বিজিবি ছাউনি তৈরি করেছে। সমস্যার কিছু নেই।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 2:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Relation: সীমান্তে এ কী করে ফেলল বাংলাদেশের বিজিবি! চরম হুঁশিয়ারি বিএসএফ-এর! ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব ভারতের