আরও পড়ুনঃ যতই খেতে ইচ্ছে হোক, ভুলেও এঁরা মুখে তুলবেন না ডাবের জল! বিপদের আর শেষ থাকবে না কিন্তু
পিনাকীবাবু জানাচ্ছেন, আবেদন করা হয়েছিল অনেকদিন আগে তবে একবারই, গত ১৩ ফেব্রুয়ারি পোস্ট অফিসের মাধ্যমে তাঁর বাড়িতে পৌঁছায় একই সঙ্গে দুটি মুখ সাঁটা খাম, তবে তা ভারত সরকারের ছাপ লাগানো নির্বাচন কমিশনের তরফ থেকে। এরপর আগ্রহবশত প্রথমটি খোলার পর স্বাভাবিক কারণেই আশ্বস্ত হন তাঁদের একমাত্র সন্তান প্রিয়ম সাবলক হওয়ার কারণে ভোটাধিকার এবং নিজস্ব পরিচয় পত্র মিলেছে তবে এরপর দ্বিতীয় খামটি খুলে তাঁরা হতবাক দেখেন সেখানেও একই বিষয়েই হুবহু আরেকটি কার্ড ।
advertisement
তবে, পিনাকী বাবুর মা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাই এ বিষয়ে বিস্তার অভিজ্ঞতা থাকলেও এর আগে এ ধরনের ঘটনা কখনও শোনেননি, তবে কোনটা বৈধ নাকি দুটোই সে ব্যাপারে সংশয় রয়েছে যথেষ্ট তাই বিষয়টি স্পষ্ট করার জন্য এবং একটি ফেরত দেওয়ার জন্য তৎপর হয়েছেন। তিনি এ ব্যাপারে মেইল করে সংশ্লিষ্ট দফতরে জানিয়েছেন তিনি। তবে, সেখান থেকে এখনও সহযোগিতা না পেলেও তিনি জানতে পেরেছেন জেলাশাসক কিংবা মহকুমা শাসক এ ব্যাপারে তাঁকে সহযোগিতা করতে পারেন। তাই অতিসত্বর তাঁদের সঙ্গে তিনি দেখা করতে চান বিষয়টি স্পষ্ট করার জন্য। যেখানে আবেদন করেও এপিক কার্ড দেরিতে পৌঁছানোর জন্য অনেক সময় দুশ্চিন্তায় থাকেন পরিবার সে ক্ষেত্রে দু-দুটো এপিক কার্ড নিয়েও কম দুশ্চিন্তায় নেই প্রিয়মের পরিবার।
Mainak Debnath