হিন্দমোটর বিবি স্ট্রিটের একটি ওষুধের দোকানের ঘটনা। মনোজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির দোকান রয়েছে সেখানে। বুধবার সকালে তাঁর বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। কিছুক্ষণ পর একজন প্রৌঢ় ওষুধ কিনতে যান সেই দোকানে। তাঁকে ওষুধ দিয়ে দেন ওই ব্য়বসায়ী। তারপর যান আরও একজন ক্রেতা। বিভিন্ন ওষুধ দেখে, না কিনে চলে যান তিনি।
advertisement
এরপর দোকান ঝাঁট দেওয়ার সময় বাইরে বেরিয়ে দাঁড়ান বৃদ্ধ। সেখানে তিনি দেখেন দোকানের সামনে পড়ে রয়েছে তাঁর এক পাটি জুতো। আর এক পাটি নেই। সেই সময় এক যুবক এসে তাঁকে বলেন, কুকুরে জুতো টেনে নিয়ে গিয়েছে বেশ খানিকটা দূরে। বৃদ্ধ ওই যুবকের সঙ্গে জুতো খুঁজতে চলে যান। দোকান তখন ফাঁকা। আর সেই সুযোগেই ঘটে যায় ঘটনাটা।
জুতো খুঁজে এনে আবার দোকানে বসেন বিপ্লব। কিন্তু ক্যাশবাক্সে চোখ পড়তেই চমকে ওঠেন তিনি। দেখেন, ক্যাশবাক্স ফাঁকা! কী ভাবে সম্ভব? দোকানে লাগানো সিসি ক্যামেরার সৌজন্যে রহস্যের সমাধান হয়। দেখা যায়, বৃদ্ধ দোকান খুলে রেখে জুতো খুঁজতে যাওয়ার খানিক ক্ষণের মধ্যে এক জন লোক দোকানে ঢুকে সটান ক্যাশবাক্সে হাত দিয়েছেন। তার পর টাকা পকেটে ঢুকিয়ে ধীরে সুস্থে বেরিয়ে যান দোকান থেকে।
