Viral News: ১১৩৫০০০ টাকার অন্তর্বাস কিনে জুনিয়র সহকর্মীকে 'বিছানায়' ডাক! বিতর্কের ঝড় বিশ্বজুড়ে, কে ইনি চিনতে পারছেন?

Last Updated:
Viral News: ভ্রমণে গিয়ে সহকর্মীর সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণই শুধু নয়, ১১ লক্ষ ৩৫ হাজার টাকার অন্তর্বাস কিনে সেই মহিলা জুনিয়রকে সহবাসের জন্য চাপ দেওয়ার মারাত্মক অভিযোগ।
1/11
ইউরোপ ভ্রমণে গিয়ে সহকর্মীর সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণই শুধু নয়, ১১ লক্ষ ৩৫ হাজার টাকার অন্তর্বাস কিনে সেই মহিলা জুনিয়রকে সহবাসের জন্য চাপ দেওয়ার মারাত্মক অভিযোগ।
ইউরোপ ভ্রমণে গিয়ে সহকর্মীর সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণই শুধু নয়, ১১ লক্ষ ৩৫ হাজার টাকার অন্তর্বাস কিনে সেই মহিলা জুনিয়রকে সহবাসের জন্য চাপ দেওয়ার মারাত্মক অভিযোগ।
advertisement
2/11
প্রাক্তন ফেসবুক সিওও শেরিল স্যান্ডবার্গ এবং তাঁর সহকারী। এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন প্রাক্তন ফেসবুক কর্মী উইন-উইলিয়ামস। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
প্রাক্তন ফেসবুক সিওও শেরিল স্যান্ডবার্গ এবং তাঁর সহকারী। এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন প্রাক্তন ফেসবুক কর্মী উইন-উইলিয়ামস। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
advertisement
3/11
২০১৭ সালে ফেসবুকের চাকরি থেকে পদত্যাগ করেন ওই কর্মী। তার আগে তিনি ৬ বছর ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
২০১৭ সালে ফেসবুকের চাকরি থেকে পদত্যাগ করেন ওই কর্মী। তার আগে তিনি ৬ বছর ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
4/11
সেই ৬ বছরের অভিজ্ঞতায় উঠে এসেছে তাঁর লেখা বই 'কেয়ারলেস পিপল: আ ক্যাউশনারি টেল অফ পাওয়ার, গ্রিড এন্ড লস্ট আইডিয়ালিজম'-র পাতায়।
সেই ৬ বছরের অভিজ্ঞতায় উঠে এসেছে তাঁর লেখা বই 'কেয়ারলেস পিপল: আ ক্যাউশনারি টেল অফ পাওয়ার, গ্রিড এন্ড লস্ট আইডিয়ালিজম'-র পাতায়।
advertisement
5/11
উইন-উইলিয়ামস জানিয়েছেন, প্রাক্তন ফেসবুক সিওও শেরিল স্যান্ডবার্গ এবং তাঁর মহিলা সহকারী গাড়িতে ইউরোপ ভ্রমণের সময় একে অপরের কোলে ঘুমাতেন। এমনকী তাঁরা একে অপরের চুলে হাত বুলিয়ে দিতেন।
উইন-উইলিয়ামস জানিয়েছেন, প্রাক্তন ফেসবুক সিওও শেরিল স্যান্ডবার্গ এবং তাঁর মহিলা সহকারী গাড়িতে ইউরোপ ভ্রমণের সময় একে অপরের কোলে ঘুমাতেন। এমনকী তাঁরা একে অপরের চুলে হাত বুলিয়ে দিতেন।
advertisement
6/11
প্রাক্তন ফেসবুক কর্মী আরও বলেন, 'শেরিল স্যান্ডবার্গ তাঁকে তাঁদের দু'জনের জন্য অন্তর্বাস কিনতে বলেছিলেন। আর সেই অন্তর্বাসের জন্য খরচ হয়েছিল ১১.৩ লক্ষ টাকা। পরে স্যান্ডবার্গ ব্যক্তিগত জেট বিমানে বাড়ি ফেরার সময় তাঁকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।'
প্রাক্তন ফেসবুক কর্মী আরও বলেন, 'শেরিল স্যান্ডবার্গ তাঁকে তাঁদের দু'জনের জন্য অন্তর্বাস কিনতে বলেছিলেন। আর সেই অন্তর্বাসের জন্য খরচ হয়েছিল ১১.৩ লক্ষ টাকা। পরে স্যান্ডবার্গ ব্যক্তিগত জেট বিমানে বাড়ি ফেরার সময় তাঁকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।'
advertisement
7/11
কিন্তু উইন-উইলিয়ামস সেই প্রস্তাব অস্বীকার করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন প্রাক্তন ফেসবুক সিওও।
কিন্তু উইন-উইলিয়ামস সেই প্রস্তাব অস্বীকার করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন প্রাক্তন ফেসবুক সিওও।
advertisement
8/11
তবে মেটার এক মুখপাত্র প্রাক্তন কর্মীর অভিযোগগুলি খারিজ করে দিয়েছেন।
তবে মেটার এক মুখপাত্র প্রাক্তন কর্মীর অভিযোগগুলি খারিজ করে দিয়েছেন।
advertisement
9/11
তিনি বলেন, 'এগুলি সংস্থার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের সংমিশ্রণ। বরং খারাপ পারফরম্যান্স এবং আচরণের জন্য আট বছর আগে উইন-উইলিয়ামসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সেই সময়ে অভ্যন্তরীণ তদন্তে তাঁর উপর হয়রানির অভিযোগগুলি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছিল।'
তিনি বলেন, 'এগুলি সংস্থার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের সংমিশ্রণ। বরং খারাপ পারফরম্যান্স এবং আচরণের জন্য আট বছর আগে উইন-উইলিয়ামসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সেই সময়ে অভ্যন্তরীণ তদন্তে তাঁর উপর হয়রানির অভিযোগগুলি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছিল।'
advertisement
10/11
মুখপাত্র আরও বলেছেন, তারপর থেকে উইন-উইলিয়ামসকে ফেসবুক-বিরোধীরা আর্থিক সহায়তা করছে। আইটিও সেই কাজের প্রতিফলন।
মুখপাত্র আরও বলেছেন, তারপর থেকে উইন-উইলিয়ামসকে ফেসবুক-বিরোধীরা আর্থিক সহায়তা করছে। আইটিও সেই কাজের প্রতিফলন।
advertisement
11/11
তবে শুধুমাত্র শেরিল স্যান্ডবার্গ নয় উইন-উইলিয়ামস তাঁর বইয়ে মেটা সিইও মার্ক জুকারবার্গের কথাও তুলে ধরেছেন। ইন-উইলিয়ামস স্যান্ডবার্গ এবং জুকারবার্গকে বেপরোয়া এবং ক্ষমতালোভী হিসেবে চিহ্নিত করেছেন। তাঁদেরকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে দাবি করেছেন ওই প্রাক্তন ফেসবুক কর্মী।
তবে শুধুমাত্র শেরিল স্যান্ডবার্গ নয় উইন-উইলিয়ামস তাঁর বইয়ে মেটা সিইও মার্ক জুকারবার্গের কথাও তুলে ধরেছেন। ইন-উইলিয়ামস স্যান্ডবার্গ এবং জুকারবার্গকে বেপরোয়া এবং ক্ষমতালোভী হিসেবে চিহ্নিত করেছেন। তাঁদেরকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে দাবি করেছেন ওই প্রাক্তন ফেসবুক কর্মী।
advertisement
advertisement
advertisement