QS Rankings 2025: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯ শিক্ষা প্রতিষ্ঠান, বাংলার কোনটি? নামটা জানলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
QS Rankings 2025: পুরো নাম Quacquarelli Symonds। সংক্ষেপে QS। উচ্চ শিক্ষার মান বিশ্লেষণ করে থাকে এই সংস্থা। বিশ্বের সেরা ৫০-এর তালিকায় বাংলার কোন ইউনিভার্সিটি?
পুরো নাম Quacquarelli Symonds। সংক্ষেপে QS। উচ্চ শিক্ষার মান বিশ্লেষণ করে থাকে এই সংস্থা। প্রধান কার্যালয় তার লন্ডনে। অবশ্য ইউরোপ, এশিয়া এবং আমেরিকাতেও শাখা আছে। প্রতি বছর তারা মহাদেশের ভিত্তিতে একটা বিশ্ববিদ্যালয়গুলোর গুণমান সংক্রান্ত পরিসংখ্যান তালিকা পেশ করে থাকে। যাতে সুবিস্তৃত পরিসরে শিক্ষার্থীরা সঠিক দিশা পায়, স্থির করতে পারে কোথায় গেলে তাদের পড়াশোনার লক্ষ্য পূর্ণ মাত্রায় অর্জিত হতে পারে। বলাই বাহুল্য, চাকরির জগতেও এর প্রভাব পড়ে। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। দেখে নেওয়া যাক ২০২৫-এর তালিকা।
advertisement
advertisement
advertisement
গত বুধবার প্রকাশিত হয়েছে বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিং। সেখানে জয়জয়কার আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির। ৩২৪৫টি-র্যাঙ্কিংয়ে রয়েছে মার্কিন প্রতিষ্ঠানের নাম। ৫৫টি বিষয়ের মধ্যে ৩২টিতে সেরা হয়েছে আমেরিকার হার্ভার্ড বা ম্যাসাচুসেটসের মতো নামী প্রতিষ্ঠানগুলি। সেখানে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ক্রমতালিকায় ৫৩৩বার জায়গা পেয়েছে। গতবারের ৫২৩বার ভারতের নাম ছিল কিউএস র্যাঙ্কিংয়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement