গত ১ ফেব্রুয়ারি তার কাছে একটি নম্বর থেকে ফোন আসে এবং সেখানে তাকে ওই সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি তাকে জানান, যে তার সিভিল স্কোর আপডেট করতে হবে। তার জন্য তাকে একটি অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে তাকে সেই ফর্ম লিঙ্ক পাঠানো হয়, সেই হোয়াটসঅ্যাপে ওই সংস্থার লোগো ব্যবহার করা হচ্ছিল বলে তিনি অভিযোগে জানান।
advertisement
এরপর এই সেই লিংকে প্রবেশ করে তিনি ফর্ম ফিলাপ করেন। এরপরই তিনি সংস্থার তরফ থেকে মেইল পান সেখানে তিনি জানতে পারেন তার নামে বেশ কিছু অনলাইন শপিং করা হয়েছে, যার মূল্য ১ লক্ষ ২১ হাজার ৫৮৬ টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইমথানার দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন: মেয়ে গ্রেফতার হওয়ার পরই আদালতে মুখ খুললেন অনুব্রত! যা বলে দিলেন, তোলপাড় বাংলা
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ঝাড়খণ্ডের একটি গ্যাং এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। এরপরই ঝাড়খণ্ডে হানা দেয় বিধান নগর সাহেবের কান থানার পুলিশ। ঝাড়খণ্ডের বোকারো জেলা থেকে অজয় কুমার মাহাতো নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, পেটিএম ডেবিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, একটি সাউন্ড বার এবং একটি এলইডি স্মার্ট টিভি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: 'এটা কী বলুন তো..', সুকন্যাকে জিজ্ঞেস করে ইডি! উত্তর না মেলাতেই সঙ্গেসঙ্গে গ্রেফতার!
পুলিশ সূত্রে খবর, এই সংস্থার নাম করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করত এই প্রতারণা চক্র এবং তাদের থেকে এই সংস্থার অ্যাপের যে ডিটেলস সেটি সংগ্রহ করে অন্যের নামে প্রোডাক্ট ক্রয় করতো এই প্রতারণা চক্র। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে । অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের আরও যারা যুক্ত আছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।