Anubrata Mondal News: মেয়ে গ্রেফতার হওয়ার পরই আদালতে মুখ খুললেন অনুব্রত! যা বলে দিলেন, তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Anubrata Mondal News: আদালতে অনুব্রতর আর্জি সূত্রেই মনে করা হচ্ছে মেয়ের গ্রেফতারির খবর এখনও কানে পৌঁছায়নি তাঁর।
নয়াদিল্লি: বাবা গ্রেফতার হওয়ার আট মাসের মাথায় গ্রেফতার মেয়েও। গরু পাচার মামলায় বুধবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। সূত্রের খবর, বুধবার জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুকন্যাকে। সেই পরিপ্রেক্ষিতে তিনি কোনো কিছু বলতে পারেননি। তারপরই অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করে ইডি। যদিও সেই খবর এখনও অনুব্রতর কাছে পৌঁছেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কারণ মেয়ে গ্রেফতার হওয়ার পরের সকালেই, অর্থাৎ আজ দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতে ভার্চুয়ালি তোলা হয় অনুব্রতকে। সেখানে একবারও মেয়ের প্রসঙ্গ তোলেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। বরং নিজের জন্য বিচারকের কাছে জামিন চান তিনি।
এদিন ঠিক কী ঘটল আদালতের ভার্চুয়াল শুনানিতে? বিচারক: কেমন আছেন? অনুব্রত : শরীর ভাল নেই। বিচারক: আসানসোল জেলে ফেরার যে আবেদন করেছিলেন সেটার বিচার হয়ে গেছে? অনুব্রত: সেটা চলছে। আপনি চেয়ে নিতে পারেন। বিচারক: কিছু সমস্যা থাকলে বলুন। অনুব্রত : এমনি সব ঠিক আছে। বিচারক: সাইগাল? শরীর ঠিক আছে? অনুব্রত: CBI কেসে বেল দিয়ে দিন। এসব ফলস কেস। বিচারক: আমি কী বুঝি আর কী জানি তার ভ্যালু নেই, কাগজ শেষ কথা।
advertisement
advertisement
আদালতে অনুব্রতর আর্জি সূত্রেই মনে করা হচ্ছে মেয়ের গ্রেফতারির খবর এখনও কানে পৌঁছায়নি তাঁর। এদিকে, অনুব্রত মণ্ডলকে তিহার জেল থেকে আসানসোল জেলে স্থানান্তর করার আরজির শুনানি আজ হবে দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতেই। সেখানেই আবার এদিনই তোলা হবে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও।
advertisement
আরও পড়ুন: কেন মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ? কাকে বাঁচাতে? দ্বিতীয় মোবাইল খুলতেই বুঝে গেল সিবিআই
এর আগেই জানা গিয়েছিল, দিল্লি হাইকোর্টে শুনানি এগিয়ে আনার আবেদন করতে চলেছেন অনুব্রতর আইনজীবী। আগামী ৫ মে কেষ্ট মণ্ডলের এই আবেদনের শুনানি করবে রউজ অ্যাভিনিউ আদালত। যদিও এর আগে আদালত থেকে বের হওয়ার সময় শারীরিক অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়ে অনুব্রত মণ্ডল বলেন, 'আমি ভাল নেই', এর আগের দিন তিনি জানিয়েছিলেন, ‘আমার শ্বাসকষ্ট রয়েছে।’ দু’দফায় ইডি হেফাজতে থাকার পর অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। নয়াদিল্লির সংশোধনাগারে নিয়ে যাওয়ার পরই বারবার অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। এখন তাঁকে নিয়মিত ইনহেলার এবং নেবুলাইজার ব্যবহারের অনুমতি দিয়েছে জেল কর্তৃপক্ষ বলে সূত্রের খবর। এর মধ্যে মেয়ের গ্রেফতারি তাঁর উপর কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 10:57 AM IST