Scam: কেন মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ? কাকে বাঁচাতে? দ্বিতীয় মোবাইল খুলতেই বুঝে গেল সিবিআই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Scam: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল খোলা হল! কী পাওয়া গেল মোবাইলে?
অর্পিতা হাজরা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল খোলা হল বলে সিবিআই সূত্রে খবর। সেখানেও রয়েছে অডিও ক্লিপস ও বেশ কিছু ছবি। খতিয়ে দেখছে সিবিআই। জীবনের সঙ্গে কার কার কথা হয়েছে? অডিও ক্লিপসে কার কার কণ্ঠস্বর রয়েছে, সেসব খতিয়ে দেখা হবে বলে খবর। মঙ্গলবার জীবনের মোবাইল থেকে ১০০ টি অডিও ক্লিপ পায় সিবিআই। সেই ভয়েস স্যাম্পল টেস্টের জন্য নমুনা পাঠাতে চেয়ে সিবিআইয়ের আবেদনে অনুমতিও দেয় আদালত । এবার দ্বিতীয় মোবাইল থেকে অডিও ক্লিপ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
সিবিআই সূত্রে খবর, জীবন কৃষ্ণ সাহার ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন করে সিবিআই আদালতের কাছে। জীবন কৃষ্ণ সাহার ফোন থেকে কিছু অডিও ফাইল পাওয়া গিয়েছে। আর মনে করা হচ্ছে কিছু ডিলিট করা হয়েছে। যেই সমস্ত অডিও ক্লিপ জীবন কৃষ্ণ সাহার ফোন থেকে পাওয়া গেছে, তা অত্যন্ত গুরত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই। সেই জন্যে ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন জানায় সিবিআই। একশোর বেশি অডিও ফাইল পাওয়া গেছে জীবন কৃষ্ণ সাহার ফোন থেকে।
advertisement
advertisement
দুটি ফোনের মধ্যে একটি ফোন আগেই খোলা হয়েছিল। যার মধ্যে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যেগুলি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। আরও একটি ফোনও খোলা হয়েছে বলে দাবি সিবিআইয়ের।
advertisement
প্রসঙ্গত মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশির সময় দুটি ফোন ছুড়ে পুকুরে ফেলে দেন জীবন কৃষ্ণ সাহা। এমনটাই অভিযোগ সিবিআইয়ের। সেই ফোন পুকুরের জল ছেঁচে উদ্ধার করে সিবিআই। পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে। ফোনে তথ্য নষ্ট করার মধ্যে দিয়ে কাকে বাঁচাতে চাইছিলেন জীবন? প্রশ্ন সিবিআইয়ের। জীবনকে জেরা করে তা জানার চেষ্টা করছে সিবিআই। কোন প্রভাবশালী রয়েছে আড়ালে, জানতে তৎপর সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। জীবনকে চলছে দফায় দফায় জেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 8:37 AM IST