আরও পড়ুনঃ তিরুপতি মন্দির ট্রাস্টের বিরাট সিদ্ধান্ত, ভিআরএস নিতে হবে ২৯ অ-হিন্দুকে! এমন কী ঘটনা ঘটে গেল?
এ বছর সংক্রমণে শীর্ষস্থানে উঠে এসেছে হাওড়া। হাওড়ার ঘন জনবসতি ডেঙ্গি দুটো ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। যদিও সারা বছর জেলা জুড়ে নজরদারি বা প্রচার অভিযান জারি রয়েছে। এর মধ্যে এমন ঘটনা স্বাভাবিকভাবে চিন্তা বাড়াচ্ছে। হাওড়ায় শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জমজ শহর কলকাতায় ঘাড়ে নিশ্বাস ফেলছে বলা চলে।
advertisement
ডেঙ্গি আক্রান্তে গত বছর উত্তর ২৪ পরগনা শীর্ষস্থানে ছিল। উত্তর ২৪ পরগনা কে পিছনে ফেলে এবার হাওড়া।জানা গিয়েছে, জানুয়ারি থেকে মাঝামাঝি মে পর্যন্ত রাজ্য সরকারের হিসেবে এই তথ্য উঠে এসেছে।রাজ্যজুড়ে ডেঙ্গির অবস্থা কেমন, সংক্রমণের দিক থেকে প্রথম পাঁচ জেলা হল হাওড়া (১৫৪), উত্তর ২৪ পরগনা (১৪০), হুগলি (১২০), মুর্শিদাবাদ (১১৩) এবং কলকাতা (৮২)।
প্রথম দশে থাকা বাকি ৫ জেলা হল মালদহ (৭৪), দক্ষিণ ২৪ পরগনা (৭২), বাঁকুড়া (৬৯), নদিয়া (৪৮) এবং পূর্ব বর্ধমান (৪৪)। বর্তমান সময়ের জেলায় সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গির পাদুর্ভাব। এমত অবস্থায় চিকিৎসকদের জ্বর জ্বালার মত সমস্যা দেখা দিলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসা নেওয়া প্রয়োজন বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
রাকেশ মাইতি






