Tirumala Tirupati: তিরুপতি মন্দির ট্রাস্টের বিরাট সিদ্ধান্ত, ভিআরএস নিতে হবে ২৯ অ-হিন্দুকে! এমন কী ঘটনা ঘটে গেল?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tirumala Tirupati: ২৯জন অ-হিন্দুকে ভিআরসি নেওয়ার নির্দেশ তিরুমালা তিরুপতি দেবস্থানমসের। এই প্রস্তাবটি মঙ্গলবার তিরুমালার অন্নমাইয়া ভবনে অনুষ্ঠিত TTD ট্রাস্ট বোর্ডের বৈঠকে আলোচনা হয়। এই অনুষ্ঠানে TTD চেয়ারম্যান বি.আর. নাইডু সভাপতিত্ব করেন।
তিরুপতি: ২৯জন অ-হিন্দুকে ভিআরসি নেওয়ার নির্দেশ তিরুমালা তিরুপতি দেবস্থানমসের। এই প্রস্তাবটি মঙ্গলবার তিরুমালার অন্নমাইয়া ভবনে অনুষ্ঠিত TTD ট্রাস্ট বোর্ডের বৈঠকে আলোচনা হয়। এই অনুষ্ঠানে TTD চেয়ারম্যান বি.আর. নাইডু সভাপতিত্ব করেন।
আরও পড়ুনঃ ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?
TTD নির্বাহী কর্মকর্তা (EO) শ্যামলা রাও জানিয়েছেন যে, ২৯ জন কর্মচারীকে স্বাভাবিক অবসর সুবিধার পাশাপাশি অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে যদি তারা VRS গ্রহণ করেন। এই বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারিতে, TTD ১৮ জন অ-হিন্দু কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গ্রহণ করেছিল—যারা সকলেই খ্রিস্টান বলে জানা গিয়েছে—যারা হিন্দু ধর্মের বিপরীতে ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করছিলেন।
advertisement
advertisement
এই কর্মচারীরা বিভিন্ন TTD-চালিত প্রতিষ্ঠানে অধ্যাপক, নার্স, ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল স্টাফ এবং সহায়ক কর্মী হিসাবে কাজ করছিলেন এবং বোর্ড দ্বারা আয়োজিত কোনও আধ্যাত্মিক বা ধর্মীয় প্রোগ্রামে অংশগ্রহণ থেকে তাদের নিষিদ্ধ করা হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2025 2:28 PM IST