Tirumala Tirupati: তিরুপতি মন্দির ট্রাস্টের বিরাট সিদ্ধান্ত, ভিআরএস নিতে হবে ২৯ অ-হিন্দুকে! এমন কী ঘটনা ঘটে গেল?

Last Updated:

Tirumala Tirupati: ২৯জন অ-হিন্দুকে ভিআরসি নেওয়ার নির্দেশ তিরুমালা তিরুপতি দেবস্থানমসের। এই প্রস্তাবটি মঙ্গলবার তিরুমালার অন্নমাইয়া ভবনে অনুষ্ঠিত TTD ট্রাস্ট বোর্ডের বৈঠকে আলোচনা হয়। এই অনুষ্ঠানে TTD চেয়ারম্যান বি.আর. নাইডু সভাপতিত্ব করেন।

তিরুমালা তিরুপতি দেবস্থানমস
তিরুমালা তিরুপতি দেবস্থানমস
তিরুপতি: ২৯জন অ-হিন্দুকে ভিআরসি নেওয়ার নির্দেশ তিরুমালা তিরুপতি দেবস্থানমসের। এই প্রস্তাবটি মঙ্গলবার তিরুমালার অন্নমাইয়া ভবনে অনুষ্ঠিত TTD ট্রাস্ট বোর্ডের বৈঠকে আলোচনা হয়। এই অনুষ্ঠানে TTD চেয়ারম্যান বি.আর. নাইডু সভাপতিত্ব করেন।
আরও পড়ুনঃ ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত‍্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?
TTD নির্বাহী কর্মকর্তা (EO) শ্যামলা রাও জানিয়েছেন যে, ২৯ জন কর্মচারীকে স্বাভাবিক অবসর সুবিধার পাশাপাশি অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে যদি তারা VRS গ্রহণ করেন। এই বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারিতে, TTD ১৮ জন অ-হিন্দু কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গ্রহণ করেছিল—যারা সকলেই খ্রিস্টান বলে জানা গিয়েছে—যারা হিন্দু ধর্মের বিপরীতে ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করছিলেন।
advertisement
advertisement
এই কর্মচারীরা বিভিন্ন TTD-চালিত প্রতিষ্ঠানে অধ্যাপক, নার্স, ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল স্টাফ এবং সহায়ক কর্মী হিসাবে কাজ করছিলেন এবং বোর্ড দ্বারা আয়োজিত কোনও আধ্যাত্মিক বা ধর্মীয় প্রোগ্রামে অংশগ্রহণ থেকে তাদের নিষিদ্ধ করা হয়েছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
Tirumala Tirupati: তিরুপতি মন্দির ট্রাস্টের বিরাট সিদ্ধান্ত, ভিআরএস নিতে হবে ২৯ অ-হিন্দুকে! এমন কী ঘটনা ঘটে গেল?
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement