বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ বেলগাছিয়া ভাগাড় ধারে হঠাৎ ধস নামার কারণেই দুর্ভোগ। মানুষের ঘরবাড়িতে সৃষ্টি ফাটল, একাধিক বাড়ি ভেঙে পড়ার সঙ্গে পুরসভার পানীয় জলের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। খবর পৌঁছতে পানীয় জলের পাইপলাইন মেরামতির দ্রুত কাজ শুরু করে হাওড়া পুরসভা। প্রথম পর্যায়ে ২৪ ঘন্টায় সমস্যা সমাধান হবে আশঙ্কায় করা হলেও এলাকায় ধসের মাত্রা বেড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এর ফলে হাওড়ার বিভিন্ন ওয়ার্ড জল পরিষেবা ব্যাহত হয়। জরুরি অবস্থায় মানুষকে ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করা হয়। কলকাতা উত্তরপাড়া এবং কোন্নগর পুরসভা থেকে জলের ট্যাঙ্ক আনিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে হাওড়া পৌরসভার পক্ষ থেকে। তাতেও জলের চাহিদা মিটছে না। বিভিন্ন এলাকায় তীব্র জল সংকট।
advertisement
আরও পড়ুনঃ পেঁপের এই ‘অংশ’ রোজ খান! ক্যানসার, ব্লাড প্রেশারের যম! ঝরবে সব মেদ! আট-আশি সবাই খান
ভূগর্ভস্থ গ্যাস বা ডাম্পিং গ্রাউন্ডের চাপের ফলে এই ধস বা ফাটল সৃষ্টি বলে মনে করা হচ্ছে। আর ওই এলাকা দিয়ে পানীয় জলের পাইপ লাইন পাতা ছিল। ধসের কারণে দারুণ ক্ষতিগ্রস্ত পাইপ লাইনে। তার ফলেই পাইপ লাইনে মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে, জল কষ্টে বিস্তীর্ণ মানুষ । ক্ষতিগ্রস্ত ওই স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করায় হাওড়া পৌরসভার পক্ষ থেকে। অন্যদিকে ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করা হলেও সেই জল পর্যাপ্ত নয়। যে কারণে স্থানীয় মানুষের কাছ থেকে উঠে আসছে নানা অভিযোগ।
রাকেশ মাইতি