TRENDING:

Howrah Water Crisis: ঠিক যেন ভূমিকম্প! লন্ডভন্ড ডাম্পিং গ্রাউন্ড, ৭২ ঘণ্টা পরেও হাওড়ায় জলের হাহাকার চরমে

Last Updated:

হাওড়ায় পানীয় জলের হাহাকার, ধস নামার কারণে জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে সমস্যা সৃষ্টি, প্রায় ৭২ ঘণ্টা কেটে গেলেও জল কষ্ট হাওড়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: হাওড়ায় জলের হাহাকার! ৭২ ঘণ্টা কেটে যাবার পরেও পানীয় জলের সমস্যা হাওড়ায়। বুধবারের পর থেকে একটানা শনিবার পর্যন্ত কয়েক ঘন্টার ধসে লণ্ডভণ্ড হাওড়া পুরসভার ড্রাম্পিং গ্রাউন্ড অর্থাৎ ভাগাড় ধার ৮ নম্বর ওয়ার্ড এর বেশ কিছুটা এলাকা। সেখানে মাটি ফুলে ফেপে উঠছে। রাস্তায় ৮-১০ ইঞ্চির ফাটল। ভেঙে পড়ছে মানুষের বাড়ি। সমান কংক্রিটের রাস্তা ফুলে ৮-১০ ফুট উপরে উঠেছে। মাটি থেকে উপরে পড়েছে ইলেকট্রিক পোস্ট। তাসের ঘরের মত ভেঙে পড়েছে মানুষের বাড়ি। কাঁচা পাকা সমস্ত ধরনের বাড়ি ক্ষতিগ্রস্ত। গুজরাটের সেই ভয়াবহ ভূমিকম্পের যেন এক ফালি ছবি। এলাকায় বিচ্ছিন্ন পানীয় জল ও ইলেকট্রিক পরিষেবা।
কলকাতা ও উত্তরপাড়া পৌরসভা থেকে জলের ট্যাঙ্ক নিয়ে আসা হলেও পানীয় জলের হাহাকার
কলকাতা ও উত্তরপাড়া পৌরসভা থেকে জলের ট্যাঙ্ক নিয়ে আসা হলেও পানীয় জলের হাহাকার
advertisement

আরও পড়ুনঃ ভিটামিন-আয়রনের সিন্দুক! ১ মাস ঠিক এই ‘উপাদানে’ মিশিয়ে খান পেঁয়াজ! নিজের ফিটনেস দেখে নিজেই অবাক হবেন!

বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ বেলগাছিয়া ভাগাড় ধারে হঠাৎ ধস নামার কারণেই দুর্ভোগ। মানুষের ঘরবাড়িতে সৃষ্টি ফাটল, একাধিক বাড়ি ভেঙে পড়ার সঙ্গে পুরসভার পানীয় জলের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। খবর পৌঁছতে পানীয় জলের পাইপলাইন মেরামতির দ্রুত কাজ শুরু করে হাওড়া পুরসভা। প্রথম পর্যায়ে ২৪ ঘন্টায় সমস্যা সমাধান হবে আশঙ্কায় করা হলেও এলাকায় ধসের মাত্রা বেড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এর ফলে হাওড়ার বিভিন্ন ওয়ার্ড জল পরিষেবা ব্যাহত হয়। জরুরি অবস্থায় মানুষকে ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করা হয়। কলকাতা উত্তরপাড়া এবং কোন্নগর পুরসভা থেকে জলের ট্যাঙ্ক আনিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে হাওড়া পৌরসভার পক্ষ থেকে। তাতেও জলের চাহিদা মিটছে না। বিভিন্ন এলাকায় তীব্র জল সংকট।

advertisement

আরও পড়ুনঃ পেঁপের এই ‘অংশ’ রোজ খান! ক‍্যানসার, ব্লাড প্রেশারের যম! ঝরবে সব মেদ! আট-আশি সবাই খান

ভূগর্ভস্থ গ্যাস বা ডাম্পিং গ্রাউন্ডের চাপের ফলে  এই ধস  বা ফাটল সৃষ্টি বলে মনে করা হচ্ছে। আর ওই এলাকা দিয়ে পানীয় জলের পাইপ লাইন পাতা ছিল। ধসের কারণে দারুণ ক্ষতিগ্রস্ত পাইপ লাইনে। তার ফলেই পাইপ লাইনে মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে, জল কষ্টে বিস্তীর্ণ মানুষ । ক্ষতিগ্রস্ত ওই স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করায় হাওড়া পৌরসভার পক্ষ থেকে। অন্যদিকে ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করা হলেও সেই জল পর্যাপ্ত নয়। যে কারণে স্থানীয় মানুষের কাছ থেকে উঠে আসছে নানা অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Water Crisis: ঠিক যেন ভূমিকম্প! লন্ডভন্ড ডাম্পিং গ্রাউন্ড, ৭২ ঘণ্টা পরেও হাওড়ায় জলের হাহাকার চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল